গুপ্তিপাড়ায় বোমা ফেটে জখম শিশু-সহ তিন জন

দোকান খোলার আগে ঝাঁট দেওয়ার সময় রাস্তার ধারে পড়ে থাকা কৌটোবোমা ফেটে জখম হলেন একটি শিশু-সহ তিন জন। বৃহস্পতিবার সকালে ওই ঘটনাকে কেন্দ্র করে আতঙ্ক ছড়ায় হুগলির গুপ্তিপাড়া স্টেশন বাজারে। দুষ্কৃতীদের বাড়বাড়ন্ত রুখতে পুলিশের ভূমিকাও সমালোচনার মুখে পড়ে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০১ জানুয়ারি ২০১৬ ০২:১৮
Share:

এখানেই ফাটে বোমা। নিজস্ব চিত্র।

দোকান খোলার আগে ঝাঁট দেওয়ার সময় রাস্তার ধারে পড়ে থাকা কৌটোবোমা ফেটে জখম হলেন একটি শিশু-সহ তিন জন। বৃহস্পতিবার সকালে ওই ঘটনাকে কেন্দ্র করে আতঙ্ক ছড়ায় হুগলির গুপ্তিপাড়া স্টেশন বাজারে। দুষ্কৃতীদের বাড়বাড়ন্ত রুখতে পুলিশের ভূমিকাও সমালোচনার মুখে পড়ে। কে বা কারা ওখানে বোমা রেখেছিল, রাত পর্যন্ত পুলিশ তার হদিস দিতে পারেনি। কোনও দুষ্কৃতী ধরাও পড়েনি।

Advertisement

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন সকাল ৮টা নাগাদ গুপ্তিপাড়া স্টেশন বাজারে একটি হার্ডওয়্যারের দোকানের কর্মী তাপস রাজবংশী প্রতি দিনের মতোই দোকান খোলার আগে রাস্তা ঝাঁট দিচ্ছিলেন। শাটারের সামনে একটি টিফিন কৌটো পড়েছিল। তাপসবাবু কৌটোটি সরিয়ে দিতে যেতেই বিস্ফোরণ ঘটে। সেই সময় পাশেই ওষুধের দোকানে সাড়ে ৩ বছরের ছেলে সৌম্যদীপকে ডাক্তার দেখাতে নিয়ে এসেছিলেন স্থানীয় মীরডাঙার বাসিন্দা নিতাই দাস। বোমার স্‌প্লিন্টার ছিটকে তাপসবাবু এবং নিতাইবাবুর গায়ে লাগে। সৌম্যদীপও আহত হয়। ওই ওষুধের দোকানে আসা শিশুরা ভয় পেয়ে যায়। আতঙ্কে ছোটাছুটি শুরু হয়ে যায়। বোমার ফাটার শব্দে স্থানীয় গ্রামবাসীরা ছুটে আসেন। আহতদের গুপ্তিপাড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁদের প্রাথমিক চিকিৎসা করা হয়।

খবর পেয়ে বলাগড় থানার ওসি বরুন মিত্র ঘটনাস্থলে তদন্তে আসেন। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, গুপ্তিপাড়ায় দুষ্কৃতীদের দৌরাত্ম বাড়ছেই। সন্ধ্যা নামলেই মদ-জুয়ার আসর বসছে। দুষ্কৃতীদের ভয়ে রাতে মহিলারা রাস্তায় বেরতো সাহস পান না। জখম তাপসবাবু বলেন, ‘‘টিফিন কৌটোটা যে আসলে বোমা, বুঝতে পারিনি। খুব ভয় পেয়ে গিয়েছিলাম। ওষুধের দোকানে বেশ কয়েকটা বাচ্চা ছিল। ওদের কেউ যদি কৌটোটা ধরত, তা হলে কী হত, ভেবে শিউরে উঠছি।’’ জেলা পুলিশের এক অফিসার বলেন, ‘‘ঠিক কী কারণে ওখানে বোমা রাখা হয়েছিল, তা তদন্ত করে দেখা হচ্ছে। দুষ্কৃতীদের ধরার চেষ্টা চলছে।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement