চাষ নিয়ে কৃষি আধিকারিকদের পরামর্শ পূর্ণেন্দুর

বৃষ্টি ও বন্যায় ক্ষতিগ্রস্ত চাষিদের ক্ষতিপূরণ এবং প্লাবিত এলাকায় নতুন ভাবে চাষ নিয়ে হাওড়া ও হুগলি জেলার কৃষি-আধিকারিকদের নিয়ে বৃহস্পতিবার বৈঠক করে একগুচ্ছ পরামর্শ দিলেন কৃষিমন্ত্রী পূর্ণেন্দু বসু। উলুবেড়িয়ার কিসান মাণ্ডিতে আয়োজিত ওই বৈঠকে কৃষিমন্ত্রী নির্দেশ দেন, যে সব জায়গায় জল নেমে গিয়েছে, সেখানে কী ধরনের চাষ সম্ভব তা এলাকার পরিদর্শন করে স্থির করবেন আধিকারিকেরা। কৃষকদের প্রয়োজনীয় পরামর্শও দেবেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

উলুবেড়িয়া শেষ আপডেট: ১৪ অগস্ট ২০১৫ ০১:৩৬
Share:

বৃষ্টি ও বন্যায় ক্ষতিগ্রস্ত চাষিদের ক্ষতিপূরণ এবং প্লাবিত এলাকায় নতুন ভাবে চাষ নিয়ে হাওড়া ও হুগলি জেলার কৃষি-আধিকারিকদের নিয়ে বৃহস্পতিবার বৈঠক করে একগুচ্ছ পরামর্শ দিলেন কৃষিমন্ত্রী পূর্ণেন্দু বসু। উলুবেড়িয়ার কিসান মাণ্ডিতে আয়োজিত ওই বৈঠকে কৃষিমন্ত্রী নির্দেশ দেন, যে সব জায়গায় জল নেমে গিয়েছে, সেখানে কী ধরনের চাষ সম্ভব তা এলাকার পরিদর্শন করে স্থির করবেন আধিকারিকেরা। কৃষকদের প্রয়োজনীয় পরামর্শও দেবেন। কৃষকদের বীজ পেতে যাতে সমস্যা না হয়, সে জন্য কৃষি দফতরের খামারগুলিতে বীজ উৎপাদন করে তা সরবরাহ করার ব্যাপারেও কৃষি আধিকারিকদের উদ্যোগী হতে হবে। এ ছাড়া, তাঁরা ব্লক প্রশাসন ও সেচ দফতরের সঙ্গে যোগাযোগ রেখে প্লাবিত এলাকা থেকে দ্রুত জল নামানোর ব্যবস্থা করবেন। স্লুইস গেটগুলিরও কোনও সমস্যা থাকলে তা-ও সংস্কারের দিকটি দেখতে হবে। ক্ষতিগ্রস্ত কৃষকদেরও যথাযথ ভাবে শনাক্ত করবেন। হাওড়া জেলা কৃষি দফতর সূত্রে জানা গিয়েছে, এখানে মোট ২ লক্ষ ২১ হাজার ৫০০ জন চাষি ক্ষতিগ্রস্ত হয়েছেন। মোট ৪ লক্ষ ৬৮ হাজার ৪০ হেক্টর জমির ফসল জলমগ্ন হয়েছিল। এর মধ্যে ৪৩ হাজার ৯৯১ হেক্টর জমির ফসল নষ্ট হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন