ছোটদের জন্য গ্রন্থাগার স্কুলে

কচিকাঁচা পডুয়াদের জন্য গ্রন্থাগার চালু হল পাঁচলার বেলডুবি ভবানন্দপুর প্রাথমিক স্কুলে। এলাকার কিছু বাসিন্দা এবং ওই স্কুলের শিক্ষকদের আর্থিক সাহায্যে প্রায় দেড় লক্ষ টাকায় গড়া হয়েছে গ্রন্থাগারটি। স্কুল সূত্রে জানা গিয়েছে, হাঁদা-ভোঁদা, নন্টে-ফন্টের মতো কমিকস্ বা শিশু সাহিত্য মিলিয়ে প্রাথমিক ভাবে ১১০০ বই সংগ্রহ করা হয়েছে। স্কুলের প্রথম থেকে চতুর্থ শ্রেণির ছাত্রছাত্রীরা বেলা সাড়ে ১০টা থেকে ১১টা পর্যন্ত এবং বিকেল সাড়ে ৩টে থেকে ৪টে পর্যন্ত গ্রন্থাগারটি ব্যবহার করতে পারবে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৮ জুন ২০১৫ ০০:৪৪
Share:

কচিকাঁচা পডুয়াদের জন্য গ্রন্থাগার চালু হল পাঁচলার বেলডুবি ভবানন্দপুর প্রাথমিক স্কুলে। এলাকার কিছু বাসিন্দা এবং ওই স্কুলের শিক্ষকদের আর্থিক সাহায্যে প্রায় দেড় লক্ষ টাকায় গড়া হয়েছে গ্রন্থাগারটি। স্কুল সূত্রে জানা গিয়েছে, হাঁদা-ভোঁদা, নন্টে-ফন্টের মতো কমিকস্ বা শিশু সাহিত্য মিলিয়ে প্রাথমিক ভাবে ১১০০ বই সংগ্রহ করা হয়েছে। স্কুলের প্রথম থেকে চতুর্থ শ্রেণির ছাত্রছাত্রীরা বেলা সাড়ে ১০টা থেকে ১১টা পর্যন্ত এবং বিকেল সাড়ে ৩টে থেকে ৪টে পর্যন্ত গ্রন্থাগারটি ব্যবহার করতে পারবে। প্রধান শিক্ষক রতনকুমার মান্না জানান, আগামী দিনে উঁচু ক্লাসের পড়ুয়ারাও যাতে গ্রন্থাগার ব্যবহার করতে পারে, তার চেষ্টা করা হবে। স্কুলের উদ্যোগের প্রশংসা করেছেন পঞ্চায়েত সমিতির সভাপতি আব্দুল জলিল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement