জানুয়ারিতে তিন দফায় কলেজ-ভোট

আগামী জানুয়ারিতে তিন দফায় কলেজ-ভোট হতে চলেছে হুগলিতে। অর্থাত্‌, চারটি মহকুমায় তিন দিনে ভোট হবে। প্রশাসন সূত্রে জানা যায়, আরামবাগ মহকুমার কলেজগুলিতে ভোট হবে ৭ জানুয়ারি। পরের দিন চন্দননগর এবং চুঁচুড়া সদর মহকুমার কলেজগুলিতে ভোট।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৪ ডিসেম্বর ২০১৪ ০১:৩৯
Share:

আগামী জানুয়ারিতে তিন দফায় কলেজ-ভোট হতে চলেছে হুগলিতে। অর্থাত্‌, চারটি মহকুমায় তিন দিনে ভোট হবে। প্রশাসন সূত্রে জানা যায়, আরামবাগ মহকুমার কলেজগুলিতে ভোট হবে ৭ জানুয়ারি। পরের দিন চন্দননগর এবং চুঁচুড়া সদর মহকুমার কলেজগুলিতে ভোট। শ্রীরামপুর মহকুমার কলেজগুলিতে ভোট হবে ২৮ জানুয়ারি।

Advertisement

গত বৃহস্পতিবার চুঁচুড়ায় সার্কিট হাউসে বিভিন্ন কলেজের অধ্যক্ষদের নিয়ে বৈঠক করেন জেলা পুলিশ-প্রশাসনের কর্তারা। তার পরেই ভোটের ওই নির্ঘণ্ট জানানো হয়। এর আগে ডিসেম্বরে ভোটগ্রহণ হলেও এ বার অবশ্য সেই নির্ঘণ্ট কিছুটা পিছিয়েছে। ভোটের দিনে অশান্তি রুখতে কড়া পুলিশি বন্দোবস্ত করা হবে বলে জানিয়েছেন পুলিশ সুপার সুনীল চৌধুরী। হুগলিতে কলেজের সংখ্যা ৩২। এর মধ্যে শ্রীরামপুর মহকুমার কলেজগুলি (৮টি) কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীন। বাকি ২৪টি বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অধীনে। ৩১টি কলেজে ছাত্র সংসদ টিএমসিপি-র দখলে। শুধুমাত্র শ্রীরামপুর গার্লস কলেজে ক্ষমতায় রয়েছে এসইউসি-র ছাত্র সংগঠন ডিএসও।

রাজ্যে পালাবদলের পর থেকে আরামবাগ মহকুমা বা তারকেশ্বর, জাঙ্গিপাড়া, ধনেখালির মতো ‘সন্ত্রাস কবলিত’ জায়গায় বিরোধীদের ছাত্র সংগঠন এখনও ততটা চাঙ্গা নয়। গত দু’বছরে বিরোধীদের ছাত্র সংগঠন কার্যত ভোটে সামিলই হয়নি। তবে, এ বার এসএফআইয়ের জেলা সম্পাদক পার্থ দাস বলেন, ‘‘ওই সব জায়গায় নতুন করে সংগঠন চাঙ্গা করার চেষ্টা চলছে। পুলিশ-প্রশাসন নিরাপত্তা দিতে না পারলে এ বারেও ওই সব জায়গায় ভোটে দাঁড়ানো নিয়ে ভাবতে হবে।” সন্ত্রাসের অভিযোগ উড়িয়ে জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি শুভজিত্‌ সাউয়ের দাবি, “এসএফআইয়ের সংগঠন তলানিতে। এবিভিপি-র অস্তিত্ব রয়েছে শুধু সংবাদমাধ্যমে।’’ এবিভিবি নেতা রাজীব ঘরামির দাবি, ‘‘জেলার বেশির ভাগ কলেজেই আমাদের সংগঠন হয়েছে। সর্বত্রই ওরা (টিএমসিপি) গোলমাল করবে জানি। কিন্তু দাঁতে দাঁত চেপে সর্বত্রই লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছি।” বিরোধীরা সর্বত্র প্রার্থী দাঁড় করাতে পারুক না পারুক, বিভিন্ন কলেজে নিজেদের গোষ্ঠীদ্বন্দ্ব যে তৃণমূল ছাত্র পরিষদকে যথেষ্ট চাপে রাখবে তা বলাই বাহুল্য। গোঘাটের কামারপুকুর কলেজ, বেঙ্গাই অঘোর কামিনী মহাবিদ্যালয়, তারকেশ্বর ডিগ্রি কলেজ, চাঁপাডাঙা বিবেকানন্দ মহাবিদ্যালয়-সহ অনেক কলেজেই বিভিন্ন সময়ে ক্ষমতা কুক্ষিগত করার লড়াইতে ওই সংগঠনের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে এসেছে। এ বারের নির্বাচনে সেই সমস্যা দলীয় নেতৃত্ব কী ভাবে সামাল দেন, সেটাই দেখার।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement