শ্যামপুর থানা ফুটবল লিগে চ্যাম্পিয়ন হল শ্যামপুর ফুটবল অ্যাকাডেমি। সম্প্রতি এই এই লিগের ফাইনালে তারা গুটি নাগোরি শিশু বিকাশ কেন্দ্রকে ২-০ গোলে হারিয়ে দেয়। আয়োজকেরা জানিয়েছেন, লিগের সেরা হয়েছেন শ্যামপুর ফুটবল অ্যাকাডেমির শুভেন্দু মান্না। সেরা গোলকিপার হয়েছেন ওই দলেরই বিক্রম পেরিয়া। লিগে ৮টি দল যোগ দিয়েছিল।