ডানলপ নিক কেন্দ্র, দাবিতে বিক্ষোভ আইএনটিটিইউসি-র

কেন্দ্রীয় প্রতিনিধি দল আসার আগেই ডানলপ নিয়ে সুর চড়াচ্ছে রাজ্যের শাসক দল তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি। কেন্দ্র সরকার হুগলির সাহাগঞ্জের ডানলপ কারখানা অধিগ্রহণ করুক এই দাবিতে শুক্রবার সকালে ঘণ্টাদুয়েক কারখানার গেটের সামনে বিক্ষোভ দেখাল আইএনটিটিইউসি। একই দাবিতে লাগাতার আন্দোলনের কর্মসূচিও নিয়েছে তারা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

সাহাগঞ্জ শেষ আপডেট: ০৩ জানুয়ারি ২০১৫ ০১:১৬
Share:

কারখানার গেটে বিক্ষোভ আইএনটিটিইউসি-র। শুক্রবার ছবি তুলেছেন তাপস ঘোষ।

কেন্দ্রীয় প্রতিনিধি দল আসার আগেই ডানলপ নিয়ে সুর চড়াচ্ছে রাজ্যের শাসক দল তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি।

Advertisement

কেন্দ্র সরকার হুগলির সাহাগঞ্জের ডানলপ কারখানা অধিগ্রহণ করুক এই দাবিতে শুক্রবার সকালে ঘণ্টাদুয়েক কারখানার গেটের সামনে বিক্ষোভ দেখাল আইএনটিটিইউসি। একই দাবিতে লাগাতার আন্দোলনের কর্মসূচিও নিয়েছে তারা। ৫ জানুয়ারি বিজেপির রাজ্যসভার সাংসদ চন্দন মিত্রের নেতৃত্বে কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রকের স্ট্যান্ডিং কমিটির সদস্যদের ওই কারখানা পরিদর্শনে আসার কথা। চন্দনবাবু কমিটির চেয়ারম্যান। তবে, গত বেশ কয়েক বছর ওই কারখানাকে ঘিরে নানা টানাপড়েন দেখা শ্রমিকেরা আর নতুন কোনও আশার আলো দেখছেন না। তাঁদের দাবি, আগে বকেয়াটা মিটিয়ে দেওয়া হোক।

প্রায় দু’বছর বন্ধ থাকার পরে গত ২৫ অক্টোবর রাজ্য সরকারের মধ্যস্থতায় ঢাকঢোল পিটিয়ে সাহাগঞ্জের ডানলপ কারখানার দরজা খোলা হয়। কিছু শ্রমিককে কাজে নিয়ে রক্ষণাবেক্ষণের কাজও চালু হয়। কিন্তু উৎপাদন চালু হয়নি এখনও। সংশয়ে রয়েছেন শ্রমিকেরা। শাসক দলের শ্রমিক সংগঠনই এখন বলছে, রুইয়া-গোষ্ঠী আদৌ কারখানা চালাতে আগ্রহী কি না, সে ব্যাপারে তারা সন্দিহান। ওই গোষ্ঠীর হাত থেকে কারখানা কেন্দ্র সরকারকে অধিগ্রহণ করতে হবে, এই দাবিতে শুক্রবার বুকে পোস্টার সেঁটে আইএনটিটিইউসি কর্মী-সমর্থকেরা বিক্ষোভ দেখালেন। আন্দোলনকারীদের দাবি, কারখানা অধিগ্রহণ করে অবসরপ্রাপ্ত এবং বর্তমান শ্রমিকদের সমস্ত বকেয়া কেন্দ্র সরকারই মিটিয়ে দিক। কেন্দ্র না নিলে ডানলপকে বাঁচানো কার্যত অসম্ভব বলে সংগঠনের নেতারা মনে করেন।

Advertisement

এ দিন বিক্ষোভে সামিল হন শ্রম দফতরের পরিষদীয় সচিব তথা সপ্তগ্রামের তৃণমূল বিধায়ক তপন দাশগুপ্ত, আইএনটিটিইউসি-র জেলা নেতা বিদ্যুৎ রাউত প্রমুখ। তপনবাবু বলেন, ‘‘বর্তমান সরকারের কাছে কারখানা চালানোর সদিচ্ছা নিয়ে পবন রুইয়া এগিয়ে এসেছিলেন। কিন্তু এখন দেখা যাচ্ছে সবটাই ভাঁওতা। তাই ডানলপকে পুনরুজ্জীবিত করতেই কেন্দ্র সরকার অধিগ্রহণ করুক।” বিদ্যুৎবাবুর দাবি, শ্রমিকরা তাঁদের দাবির সঙ্গে সহমত। তবে, এই বিক্ষোভকে গুরুত্ব দিতে নারাজ জেলা বিজেপির সহ-সভাপতি স্বপন পাল। তাঁর বক্তব্য, ‘‘কেন্দ্রীয় প্রতিনিধি দল ডানলপে আসছে, সেই খবর পেয়েই তৃণমূল আন্দোলনে নেমেছে। কারখানায় যে অবাধে চুরি হচ্ছে, সে দিকে ওরা নজর দিচ্ছে না কেন? ওরা আদৌ ডানলপকে বাঁচাতে চায় না।”

কিন্তু কেন্দ্র কী ডানলপ অধিগ্রহণ করবে?

এ ব্যপারে বৃহস্পতিবারই বিজেপি সাংসদ চন্দন মিত্রের কাছে জানতে চাওয়া হয়েছিল। তিনি বলেছিলেন, “সমস্যা সমাধানের চেষ্টা করতেই ওখানে যাচ্ছি। গিয়ে ঘুরে দেখে কেন্দ্র সরকারকে রিপোর্ট দেব। বাকিটা সরকার ঠিক করবে।”

কারখানার বর্তমান অচলাবস্থা এবং আইএনটিটিইউসি-র দাবি নিয়ে কর্ণধার পবন রুইয়ার অবশ্য কোনও জবাব মেলেনি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন