প্রধান শিক্ষককে ঘিরে বিক্ষোভ তারকেশ্বরে

মিড ডে মিলের টাকা নিয়ে দুর্নীতি এবং টাকা নিয়ে অষ্টম শ্রেণি পাশের শংসাপত্র বিলির অভিযোগ তুলে মঙ্গলবার দুপুর ১২টা থেকে থেকে ৬ ঘণ্টা তারকেশ্বরের বালিগোড়ি অধরমণি দত্ত বিদ্যামন্দিরের প্রধান শিক্ষক সুভাষচন্দ্র জানাকে ঘেরাও করে রাখলেন কিছু অভিভাবক। পুলিশ গিয়ে প্রধান শিক্ষককে ঘেরাওমুক্ত করে।

Advertisement
তারকেশ্বর শেষ আপডেট: ২৩ ডিসেম্বর ২০১৫ ০০:৫৪
Share:

মিড ডে মিলের টাকা নিয়ে দুর্নীতি এবং টাকা নিয়ে অষ্টম শ্রেণি পাশের শংসাপত্র বিলির অভিযোগ তুলে মঙ্গলবার দুপুর ১২টা থেকে থেকে ৬ ঘণ্টা তারকেশ্বরের বালিগোড়ি অধরমণি দত্ত বিদ্যামন্দিরের প্রধান শিক্ষক সুভাষচন্দ্র জানাকে ঘেরাও করে রাখলেন কিছু অভিভাবক। পুলিশ গিয়ে প্রধান শিক্ষককে ঘেরাওমুক্ত করে। তবে, কিছু অভিভাবকের দাবি, স্কুল পরিচালন সমিতি থেকে এক তৃণমূল নেতার ভাইকে সরিয়ে অন্য এক জনকে নেওয়াতেই এই বিক্ষোভ। সব অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন সুভাষবাবু। স্কুলের সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়ও সুভাষবাবুর বিরুদ্ধে নানা অভিযোগ তোলেন।

Advertisement

জিআরও-তে বাড়তি পুলিশ

চুঁচুড়া: সমস্যা মিটল চুঁচুড়ার ফৌজদারি আদালতের সরকারি নথি সংরক্ষণ দফতরে (জিআরও)। বাড়ানো হল পুলিশকর্মীর সংখ্যা। আজ, বুধবার থেকে ওই দফতরের কাজ শুরু হতে চলেছে। পুলিশ কম থাকা, আসামীদের নথি ঠিক সময়ে আদালতে না পৌঁছনো-সহ নানা অব্যবস্থার অভিযোগে সোমবার জিআরও-তে তালা ঝুলিয়ে দিয়েছিলেন সেখানকার আইনজীবীরা। মঙ্গলবারও সেই তালা খোলা হয়নি। ফলে, দু’দিন ধরে বন্ধ থাকে ওই আদালতের কাজ। তবে, এ দিন বিকেলে জেলা জজ এবং জেলার অতিরিক্ত পুলিশ সুপারের সঙ্গে আইনজীবীদের বৈঠক হয়। সেখানেই জিআরও-তে পুলিশকর্মীর সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত হয় বলে আইনজীবীরা জানান। বুধবার থেকে সেখানে আরও বাড়তি সাত জন পুলিশকর্মী কাজ করবেন।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন