বালিতে কংগ্রেস, বিজেপি-র প্রার্থী তালিকা ঘোষণা

হাওড়ার সঙ্গে সংযুক্ত বালির ১৬টি শূন্যপদের নির্বাচনের প্রার্থী তালিকা ঘোষণা করল কংগ্রেস ও বিজেপি। মঙ্গলবার ওই তালিকা প্রকাশ করা হলেও এখনও দু’দলই একটি করে ওয়ার্ডে প্রার্থী দিতে পারেনি। সূত্রের খবর, গত বালি পুর-নির্বাচনেও কংগ্রেস বা বিজেপি কোনও আসন দখল করতে পারেনি। তবে ঘুসুড়ির ঘুষ-কাণ্ডে স্থানীয় নেতাদের নাম জড়িয়ে যাওয়ায় এ বার নির্বাচনে সিপিএমকে কিছুটা পিছনে ফেলে সামনে এগিয়ে আসার বিষয়ে আশাবাদী দুই দলই।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

বালি শেষ আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০১৫ ০২:০৪
Share:

হাওড়ার সঙ্গে সংযুক্ত বালির ১৬টি শূন্যপদের নির্বাচনের প্রার্থী তালিকা ঘোষণা করল কংগ্রেস ও বিজেপি। মঙ্গলবার ওই তালিকা প্রকাশ করা হলেও এখনও দু’দলই একটি করে ওয়ার্ডে প্রার্থী দিতে পারেনি। সূত্রের খবর, গত বালি পুর-নির্বাচনেও কংগ্রেস বা বিজেপি কোনও আসন দখল করতে পারেনি। তবে ঘুসুড়ির ঘুষ-কাণ্ডে স্থানীয় নেতাদের নাম জড়িয়ে যাওয়ায় এ বার নির্বাচনে সিপিএমকে কিছুটা পিছনে ফেলে সামনে এগিয়ে আসার বিষয়ে আশাবাদী দুই দলই। তবে ৫৪ নম্বর ওয়ার্ডে আজ, বুধবার মহিলা প্রার্থী দেওয়া হবে বলে দাবি করেছেন, কংগ্রেসের হাওড়া জেলা সভাপতি কাজী আব্দুল রেজ্জাক। অন্য দিকে বিজেপি’র হাওড়া জেলা সভাপতি তুষার দাস বলেন ‘‘উপযুক্ত মহিলা প্রার্থী মেলেনি বলে ৫১ নম্বর ওয়ার্ড আমরা ফাঁকাই রাখছি।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন