শুরু ডোমজুড় বিজ্ঞান মেলা

শুরু হল দ্বিতীয় ডোমজুড় বিজ্ঞানমেলা। স্থানীয় ডিউক ইনস্টিটিউশন চত্বরে এই মেলার যৌথ আয়োজক হল ডোমজুড় দিশা এবং বিজ্ঞান মেলা কমিটি। আয়োজকেরা জানিয়েছেন, এ বারের বিজ্ঞান মেলায় ৮টি প্রাইমারি স্কুল, ২৭টি হাইস্কুল এবং ৪টি কলেজের পড়ুয়ারা যোগ দিয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

ডোমজুড় শেষ আপডেট: ০৭ জানুয়ারি ২০১৬ ০৩:৩৭
Share:

শুরু হল দ্বিতীয় ডোমজুড় বিজ্ঞানমেলা। স্থানীয় ডিউক ইনস্টিটিউশন চত্বরে এই মেলার যৌথ আয়োজক হল ডোমজুড় দিশা এবং বিজ্ঞান মেলা কমিটি। আয়োজকেরা জানিয়েছেন, এ বারের বিজ্ঞান মেলায় ৮টি প্রাইমারি স্কুল, ২৭টি হাইস্কুল এবং ৪টি কলেজের পড়ুয়ারা যোগ দিয়েছে। রয়েছে সাধারণ বিজ্ঞান, পরিবেশ, মহাকাশ বিজ্ঞান, প্রাচীন মুদ্রা সম্পর্কিত বিভিন্ন প্রদর্শনী। মেলাটি চলবে ১০ জানুয়ারি পর্যন্ত। প্রতি দিনই থাকছে আলোচনা সভা। বুধবারের আলোচনার বিষয় ছিল ‘কুসংস্কার এবং স্বাস্থ্য’ এবং ‘প্রাচীন ভারতে বিজ্ঞান চর্চার বাস্তব এবং অতিকথা’। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেলুড় বিবেকানন্দ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য স্বামী আত্মপ্রিয়ানন্দ, মন্ত্রী অরূপ রায়-সহ কয়েকজন অধ্যাপক।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন