তিনদিনের শিশু উৎসব হয়ে গেল বাগনানের চাকুর গ্রামে। উৎসব শুরু হয় ২০ ডিসেম্বর। শেষ হয় ২২ ডিসেম্বর। চাকুর অমর স্মৃতি ক্লাবের উদ্যোগে উদ্ধোগে আয়োজিত এই শিশু উৎসবে সেরা মা ও শিশুকে পুরস্কার দেওয়া হয়। গ্রামেরই কৃতী ছাত্র পলাশ পাঁজার অর্থ সাহায্যে পঞ্চম থেকে নবম শ্রেণি পর্যন্ত সেরা পড়ুয়াকে দেওয়া হয় বৃত্তি। তিনদিন ধরে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। ছিলেন আমতার বিধায়ক অসিত মিত্র, বাগনান ১ পঞ্চায়েত সমিতির সভাপতি নয়ন হালদার প্রমুখ।