শিশু নিবন্ধীকরণ দ্রুত করার নির্দেশ

আগামী শিক্ষাবর্ষের আগেই সর্বশিক্ষা মিশনের আওতায় শিশু নিবন্ধীকরণের কাজ দ্রুত শেষ করার নির্দেশ দিল রাজ্য সর্বশিক্ষা মিশন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০১৫ ০০:৪১
Share:

আগামী শিক্ষাবর্ষের আগেই সর্বশিক্ষা মিশনের আওতায় শিশু নিবন্ধীকরণের কাজ দ্রুত শেষ করার নির্দেশ দিল রাজ্য সর্বশিক্ষা মিশন। তৃণমূল স্তরে শিক্ষাগত পরিকল্পনার জন্য অপরিহার্য এই ‘চাইল্ড রেজিস্টার’ সংক্রান্ত কাজের পূর্ণাঙ্গ রিপোর্ট আগামী ২৪ সেপ্টেম্বরের মধ্যে পেশ করতে হবে বলে নির্দেশ দেওয়া হয়েছে। ইতিমধ্যে কাজও শুরু হয়ে গিয়েছে জেলার বিভিন্ন ব্লক এলাকায়। জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, শিশু সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা নিতেই শিশু নিবন্ধীকরণ ব্যবস্থা। এর প্রধান লক্ষ্য, ৫ থেকে ১৪ বছর পর্যন্ত কোনও শিশুই যাতে শিক্ষাব্যবস্থার বাইরে না থাকে। সব শিশুকে বিদ্যালয়ের আওতায় আনা ছাড়াও তাদের বিদ্যালয়ে ধরে রাখা, জীবনের উপযোগী শিক্ষা দেওয়া, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, নিয়মিত খাবার দেওয়া, বিনা মূল্যে পাঠ্যপুস্তক সহ সরঞ্জাম প্রদান ইত্যাদির জন্যই অপরিহার্য এই নিবন্ধীকরণ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement