রাস্তার উপর ‘হ্যাপি নিউ ইয়ার’ লেখা নিয়ে শুরু হওয়া কয়েকজন যুবকের গোলমাল গড়াল ইট ছোড়াছুড়িতে। সাঁকরাইলের পাঁচপাড়াতে বৃহস্পতিবার রাত থেকে শুরু হওয়া এই গোলমাল চলে শনিবার দুপুর পর্যন্ত। বোমাবাজি হয় বলে অভিযোগ। আহত হন কয়েকজন। শুক্রবার রাত এবং শনিবার সকালে যায় পুলিশ। শনিবার রাত পর্যন্ত ৭জনকে গ্রেফতার করা হয়েছে।