সেতু টপকে গাড়ি পড়ল দামোদরে, নিখোঁজ ২

সেতু টপকে দামোদরে পড়ে গেল গাড়ি। গাড়ির ছয় জন আরোহীর মধ্যে চার জন দরজা খুলে বেরিয়ে আসতে পারলেও দু’জনকে নিয়ে নদীতে তলিয়ে যায় গাড়িটি। মঙ্গলবার বিকেল সওয়া পাঁচটা নাগাদ দুর্ঘটনাটি ঘটে হাওড়ার বাগনানের মহিষরেখায় মুম্বই রোডে দামোদরের উপর সেতুতে। পুলিশ ও বিপর্যয় মোকাবিলা বাহিনী উদ্ধারকাজ শুরু করে। তবে রাত পর্যন্ত গাড়ি বা নিখোঁজ দুই আরোহীর সন্ধান মেলেনি বলে পুলিশ জানিয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

উলুবেড়িয়া শেষ আপডেট: ০৮ অক্টোবর ২০১৪ ০১:০৪
Share:

চলছে উদ্ধারকাজ। ছবি: সুব্রত জানা।

সেতু টপকে দামোদরে পড়ে গেল গাড়ি। গাড়ির ছয় জন আরোহীর মধ্যে চার জন দরজা খুলে বেরিয়ে আসতে পারলেও দু’জনকে নিয়ে নদীতে তলিয়ে যায় গাড়িটি। মঙ্গলবার বিকেল সওয়া পাঁচটা নাগাদ দুর্ঘটনাটি ঘটে হাওড়ার বাগনানের মহিষরেখায় মুম্বই রোডে দামোদরের উপর সেতুতে। পুলিশ ও বিপর্যয় মোকাবিলা বাহিনী উদ্ধারকাজ শুরু করে। তবে রাত পর্যন্ত গাড়ি বা নিখোঁজ দুই আরোহীর সন্ধান মেলেনি বলে পুলিশ জানিয়েছে।

Advertisement

পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, ডোমজুড়ের নিবড়া থেকে ছয় যুবক এ দিন কোলাঘাটের একটি ধাবায় খাওয়া-দাওয়া করতে যান। পেশায় সকলেই রেডিমেড কাপড়ের ব্যবসায়ী। গাড়ির মালিক শেখ সরফরাজ। তবে গাড়ি চালাচ্ছিলেন তাঁর এক বন্ধু। বিকেল সাড়ে চারটে পর্যন্ত খাওয়া-দাওয়া সেরে তাঁরা বাড়ির উদ্দেশে রওনা হন।

পুলিশ জানিয়েছে আরও একটি গাড়ি তাঁদের সঙ্গে কোলাঘাটের ওই ধাবায় এসেছিল। তাতে ছিলেন ছয় জন আরোহী। তাঁরাও ছিলেন সরফরাজদের বন্ধু। দু’টি গাড়িই দ্রুত গতিতে হাওড়ার দিকে আসতে থাকে। সরফরাজদের গাড়িটি ছিল পিছনে। আগে ছিল তাঁর বন্ধুদের গাড়িটি।

Advertisement

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দু’টি গাড়ির ডানদিক বরাবর একই দিকে আসছিল একটি পণ্য বোঝাই ট্রাক। মহিষরেখা সেতুতে ওঠার আগে সহসা ট্রাকটি আরও বাঁ দিক ঘেঁষে দু’টি গাড়ির মাঝখানে চলে আসে। সরফরাজদের গাড়িটি তখন আরও বাঁ দিক ঘেঁষে ট্রাকটিকে ওভারটেক করতে যায়। কিন্তু নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর ফুটপাথে উঠে গিয়ে রেলিং ভেঙে নদীতে পড়ে যায়। নদীতে পড়ার সময় একজন আরোহী দরজা খুলে লাফিয়ে নেমে যান। বাকি তিনজন আরোহী গাড়িটি নদীতে পড়ে যাওয়ার পরে কোনওমতে দরজা খুলে বাইরে বেরিয়ে আসেন। স্থানীয় মাঝিরা তাঁদের নৌকায় তুলে নেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন তাঁদের আত্মীয়-স্বজন। উদ্ধার হওয়া চারজনকে কলকাতার একটি নার্সিংহোমে ভর্তি করানোর জন্য নিয়ে যান তাঁরা। দুর্ঘটনার পরেই ঘটনাস্থলে চলে আসে পুলিশ। আসে বিপর্যয় মোকাবিলা বাহিনী। তবে উদ্ধারকার্য শুরু করতে কিছুটা দেরি হওয়ায় স্থানীয় বাসিন্দারা বেশ কিছুক্ষণ মুম্বই রোড অবরোধ করেন। সন্ধ্যা ৭টা থেকে উদ্ধারকাজ শুরু হয়। উদ্ধারের তালিকায় রয়েছেন সরফরাজও। যদিও কথা বলার অবস্থায় ছিলেন না তিনি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন