চণ্ডীতলার গরলগাছার সাথী ও অবলম্বনের উদ্যোগে অষ্টম বর্ষ স্বাস্থ্যমেলা-সহ নানা অনুষ্ঠান। গরলগাছা উচ্চ বিদ্যালয়ে শনিবার সন্ধ্যায় উদ্বোধনী অনুষ্ঠান। সঙ্গীত, নৃত্যানুষ্ঠানের পাশাপাশি নাটক ‘আলিবাবা মর্জিনা’ মঞ্চস্থ হবে। রবিবার স্বাস্থ্য শিবির ও শিশু স্বাস্থ্য প্রদর্শনী, যোগা সচেতনতা শিবির, ক্যারাটে, দেহশ্রী প্রদর্শনী, সাংস্কৃতিক অনুষ্ঠান হবে।