হুমায়ুন কবীর। —ফাইল চিত্র।
তাঁর প্রস্তাবিত ‘বাবরি’ মসজিদ তৈরির জন্য রবিবার মুর্শিদাবাদের বেলডাঙার ঘাগড়ুপাড়া মোড়ে ১২ নম্বর জাতীয় সড়কের বাঁ পাশে ৬ বিঘা একটি জমি ঘুরে দেখলেন ভরতপুরের তৃণমূল কংগ্রেস বিধায়ক হুমায়ুন কবীর। প্রসঙ্গত, গত বছর ডিসেম্বরে বাবরি মসজিদ তৈরির ইচ্ছার কথা জানিয়েছিলেন বিধায়ক। হুমায়ুন এ দিন বলেছেন, “প্রস্তাবিত মসজিদের জমি দেখলাম। ওই এলাকায় আরও ১৪ বিঘা জমি নেওয়ার পরিকল্পনা আছে। সেখানে হাসপাতাল ও মুসাফিরখানা (অতিথি নিবাস) হবে।” বিধায়ক জানিয়েছেন, মুর্শিদাবাদে থাকা ৭২% মুসলিম সম্প্রদায়ের মানুষের সহযোগিতায় মসজিদ হবে। তৃণমূলের বহরমপুর-মুর্শিদাবাদ সাংগঠনিক জেলার সভাপতি অপূর্ব সরকারের বক্তব্য, “এই সব নিয়ে কোনও কথা বলব না।” বেলডাঙার ভারত সেবাশ্রম সঙ্ঘের অধ্যক্ষ স্বামী প্রদীপ্তানন্দ বলেছেন, “যত মন্দির-মসজিদ হবে, তত ভাল।” তবে মুর্শিদাবাদের জেলাশাসক রাজর্ষি মিত্রের বক্তব্য, “ভবন তৈরির পরিকল্পনা জমা পড়ুক। তার পরে প্রশাসন যা করার করবে।”
প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর
সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ
সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে