মিথ্যা মামলার প্রতিবাদে অনশন

বিজেপির অভিযোগ, তাদের কর্মীদের রাজনৈতিক কর্মসূচিতে বাধা দিচ্ছে তৃণমূল এবং পুলিশ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৬ মার্চ ২০১৯ ০৭:৫৩
Share:

বিজেপির অভিযোগ, তাদের কর্মীদের রাজনৈতিক কর্মসূচিতে বাধা দিচ্ছে তৃণমূল এবং পুলিশ।

রাজ্য প্রশাসনের উপর চাপ সৃষ্টি করতে এ বার পথে নামছে বিজেপি প্রভাবিত প্রাক্তন পুলিশকর্তাদের সংগঠন।

Advertisement

বিজেপির অভিযোগ, তাদের কর্মীদের রাজনৈতিক কর্মসূচিতে বাধা দিচ্ছে তৃণমূল এবং পুলিশ। প্রতিবাদ করলে ‘মিথ্যা মামলা’য় ফাঁসানো হচ্ছে দলীয় কর্মীদের। এর প্রতিবাদে আগামী ১৪ এবং ১৫ মার্চ মেয়ো রোডে গাঁধী মূর্তির পাদদেশে অনশনে বসবেন অধুনা বিজেপি-র সদস্য প্রাক্তন পুলিশ কর্তারা। তাঁদের তরফে দেবকুমার মুখোপাধ্যায় জানান, প্রাক্তন আইপিএস ভারতী ঘোষকে ওই কর্মসূচিতে আমন্ত্রণ জানানো হয়েছে। তৃণমূল অবশ্য বিজেপির ওই কর্মসূচিকে গুরুত্বই দিচ্ছে না। তাদের শীর্ষ নেতৃত্বের বক্তব্য, জনবিচ্ছিন্ন বিজেপির অপপ্রচারে এ রাজ্যের মানুষ বিভ্রান্ত হবেন না।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement