Arrest

ছেলের সামনে স্ত্রীকে বঁটির কোপে খুন, ধৃত যুবক

মঙ্গলবার ঘটনাটি ঘটেছে পুরুলিয়ার বোরো থানার বিক্রমদি গ্রামের শবর পাড়ায়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ৩০ ডিসেম্বর ২০২০ ১৯:২৬
Share:

প্রতীকী ছবি।

শিশুপুত্রের সামনে স্ত্রীকে বঁটির কোপে খুন। সেই অভিযোগে স্বামীকে গ্রেপ্তার করল পুলিশ। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে পুরুলিয়ার বোরো থানার বিক্রমদি গ্রামের শবর পাড়ায়।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শবর পাড়ার বাসিন্দা মনিকা শবরের সঙ্গে বচসা শুরু হয় তাঁর স্বামী সীতারাম শবরের। সামনেই ছিল তাঁদের ৭ বছরের ছেলে। এর পর হঠাৎ লাঠি দিয়ে মনিকাকে মারধর শুরু করে সীতারাম। মনিকা মাটিতে পড়ে গেলে তাঁর উপর বঁটি নিয়ে চড়াও হয় সীতারাম। তাঁকে এলোপাথাড়ি কোপ মারা হয়। প্রতিবেশীরা গুরুতর জখম অবস্থায় মনিকাকে স্থানীয় বসন্তপুর হাসপাতালে নিয়ে যান। কিন্তু চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে।

ঘটনার পর চম্পট দিয়েছিল সীতারাম। তবে পুলিশ তাকে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার তোলা হবে পুরুলিয়া জেলা আদালতে। বুধবার মনিকার দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে দেবেন মাহাতো মেডিক্যাল কলেজ হাসপাতালে।

Advertisement

আরও পড়ুন: সৌম্যেন্দুর অপরাধ কী? ‘ন্যায়বিচার’ চেয়ে মমতাকে চিঠি মধ্যম অধিকারীর

আরও পড়ুন: আনন্দ করুন, বাড়াবাড়ি করবেন না, বর্ষবরণের আগে বার্তা রাজ্যের

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement