Mamata Banerjee-Suvendu Adhikari

‘মুখ্যমন্ত্রী থাকবেন, তাই থাকব না আমি’! তথ্য কমিশনার নিয়োগের বৈঠকে যাবেন না শুভেন্দু

চলতি অধিবেশনের মধ্যেই আগামী ১৯ মার্চ তথ্য কমিশনার নিয়োগের বৈঠক ডাকা হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সেই বৈঠকে থাকবেন না বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৩ মার্চ ২০২৫ ১৮:০৫
Share:

(বাঁ দিকে) মমতা বন্দ্যোপাধ্যায়। শুভেন্দু অধিকারী (ডান দিকে)। —ফাইল ছবি।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকে থাকবেন না বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। চলতি অধিবেশনের মধ্যেই আগামী ১৯ মার্চ তথ্য কমিশনার নিয়োগের বৈঠক ডাকা হয়েছে। বিধানসভায় মুখ্যমন্ত্রীর ঘরে সেই বৈঠক হওয়ার কথা। সেই বৈঠকে তিনি থাকবেন না বলে জানিয়ে দিলেন শুভেন্দু। চিঠি দিয়ে তিনি জানিয়ে দিয়েছেন, ওই বৈঠকে মুখ্যমন্ত্রী থাকবেন বলেই তিনি থাকবেন না।

Advertisement

তথ্য কমিশনার নিয়োগের জন্য তৈরি নির্দিষ্ট কমিটিতে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা, পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় এবং বিরোধী দলনেতা শুভেন্দু। সেই কমিটির বৈঠকে থাকার জন্য শুভেন্দুকে চিঠি দেওয়া হয়েছিল। রাজ্যের কর্মিবর্গ এবং প্রশাসনিক সংস্কার দফতরের সচিবকে জবাবি চিঠি দিয়ে বিরোধী দলনেতা জানিয়েছেন, ১৯ তারিখের বৈঠকে যোগ দেবেন না তিনি। শুভেন্দু লিখেছেন, মুখ্যমন্ত্রীর হাতেই পুলিশ দফতর রয়েছে। আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ-খুনের ঘটনায় সেই পুলিশকে দিয়েই তথ্যপ্রমাণ লোপাট করানো হয়েছে। তার জেরে পরবর্তী তদন্ত প্রক্রিয়া অন্য দিকে ঘুরে গিয়েছে।

চিঠিতে বিরোধী দলনেতা লিখেছেন, ‘‘সরকারি আধিকারিক ও শাসকদলের নেতা-সহ ওই ঘটনার জন্য দায়ী সকলে যত ক্ষণ না জেলে যাচ্ছেন, তত ক্ষণ পুলিশমন্ত্রীর উপস্থিতিতে কোনও বৈঠকে উপস্থিত থাকা আমার পক্ষে সম্ভব না। বিবেকের ডাকে সাড়া দিয়েই বৈঠকে না থাকার সিদ্ধান্ত নিয়েছি।’’

Advertisement

শুভেন্দুকে পাল্টা কটাক্ষ করেছে তৃণমূল। শাসকদলের এক নেতার কথায়, ‘‘বিবেক দংশনের কথা কেন্দ্রীয় সরকার এবং সিবিআই-কে বলুন বিরোধী দলনেতা।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement