মুকুল এলে লাভ, মত দিলীপের

দলের বর্তমান সাংগঠনিক ক্ষমতা নিয়ে পঞ্চায়েত ভোটে লড়ে আশানুরূপ ফল সম্ভব নয়, বলে মনে করেন বিজেপি নেতা-কর্মীদের বড় অংশ। সে কারণেই মুকুলের মতো সংগঠন সাজাতে ‘দক্ষ’ কোনও নেতাকে দলে নেওয়ার পক্ষপাতী অনেকে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শিলিগুড়ি শেষ আপডেট: ৩০ অক্টোবর ২০১৭ ০৩:১৯
Share:

পঞ্চায়েত হোক বা বিধানসভা—ভোটে জিততে অন্য পার্টির কর্মীদের দলে টানতেই হবে। এমনই উপলব্ধি বিজেপির রাজ্য নেতাদের। অন্য দলের সেই নেতার নাম মুকুল রায় হোক অথবা কোনও বুথের কর্মী, কোনও ক্ষেত্রেই বিজেপির আর ছুতমার্গ নেই। রবিবার পঞ্চায়েত ভোট প্রস্তুতির সাংগঠনিক সভা ছিল বিজেপির। উত্তরবঙ্গের সব জেলাকে নিয়ে বৈঠক হয়েছে শিলিগুড়িতে। সভার পরে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ মুকুল রায় প্রসঙ্গে বলেন, ‘‘মুকুল রায় বড় নেতা। উনি দলে যোগ দিলে লাভ হতেও পারে।’’ তবে মুকুল রায়ের বিরুদ্ধে ‘ভাগ মুকুল ভাগ’ স্লোগান তোলা দল বিজেপির বর্তমান রাজ্য সভাপতির সংক্ষিপ্ত মন্তব্য, ‘‘সেই স্লোগানে তৃণমূল ছাড়ার কথা বলা হয়েছিল।’’

Advertisement

দলের বর্তমান সাংগঠনিক ক্ষমতা নিয়ে পঞ্চায়েত ভোটে লড়ে আশানুরূপ ফল সম্ভব নয়, বলে মনে করেন বিজেপি নেতা-কর্মীদের বড় অংশ।

সে কারণেই মুকুলের মতো সংগঠন সাজাতে ‘দক্ষ’ কোনও নেতাকে দলে নেওয়ার পক্ষপাতী অনেকে। তবে তা নিয়ে রাজ্য নেতৃত্বের মধ্যেই বিস্তর টানাপোড়েন রয়েছে। দিলীপবাবুর মন্তব্য, ‘‘বিজেপি ব্যক্তি নির্ভর দল নয়। সুতরাং মুকুল রায় বিজেপির কাছে কোনও ফ্যাক্টর নয়। তৃণমূলের কাছে ফ্যাক্টর হতে পারে কেন না উনি তৃণমূল ছেড়ে অন্য কোনও দলে যোগ দিতে চাইছেন।’’

Advertisement

বিজেপির প্রদেশ সম্পাদক রথীন বসুর কথায়, এ দিনের বৈঠকে পঞ্চায়েত ভোটের রণকৌশল ব্যাখ্যা করা হয়েছে।

অন্য দল তো বটেই বিদ্বজ্জনেদেরও কাছে দলের যাওয়া হবে। বিজেপি রাজ্যে দ্বিতীয় শক্তিশালী দল বলে দাবি করেছেন দলের রাজ্য সভাপতি। তাঁর মন্তব্য, ‘‘এখন সংগঠন যথেষ্ট ভাল। তবে অন্য দলের কর্মীদেরও দলে নিতে হবে। সংগঠন আরও বাড়াতে হবে।’’

মুকুল দলে এলে সংগঠন বৃদ্ধির কাজ আরও সুচারু ভাবে করা যাবে বলে মনে করছেন বিজেপির এক অংশ। অন্য অংশের দাবি, দুর্নীতিতে অভিযুক্ত প্রাক্তন তৃণমূল নেতা দলে যোগ দিলে জনমানসে বিজেপির ভবামূর্তি ধাক্কা খাবে।

দলের অন্দরে কোন মতামতের জয় হয় তার ওপরেই পদ্ম শিবিরে মুকুল ফোঁটা আপাতত নির্ভর করছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন