Suvendu Adhikari

Suvendu Adhikari: সরকার অসহযোগী হলে বয়কটের রাস্তায় হাঁটতে পারে বিজেপি পরিষদীয় দল, বললেন শুভেন্দু

ভুয়ো টিকা-কাণ্ড নিয়ে আলোচনার প্রস্তাব গৃহীত না হওয়ায় বিজনেস অ্যাডভাইসরি কমিটির বৈঠক বয়কট করে বিজেপি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৮ জুলাই ২০২১ ২১:০৮
Share:

ফাইল চিত্র।

সরকারপক্ষ অসহযোগিতা করলে পাল্টা বয়কটের পথে হাঁটতে পারে বিজেপি পরিষদীয় দলও। সাফ জানিয়ে দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার বিধানসভার প্রেস কর্নারে সাংবাদিক বৈঠকে এমনটাই বলেন তিনি। অধিবেশনের শুরুতেই ভুয়ো টিকা-কাণ্ড নিয়ে আলোচনা চেয়ে মুলতুবি প্রস্তাব আনে বিজেপি পরিষদীয় দল। কিন্তু স্পিকার বিজেপি-র প্রস্তাব খারিজ করে দেন। ভুয়ো টিকা-কাণ্ড নিয়ে আলোচনার প্রস্তাব গৃহীত না হওয়ায় বিজনেস অ্যাডভাইসরি (বিএ) কমিটির বৈঠক বয়কট করে বিজেপি।

Advertisement

এর আগে ভোট পরবর্তী হিংসা নিয়ে বিজেপি-র আনা প্রস্তাবও খারিজ হয়ে গিয়েছিল। এর পরই তাঁরা বিএ কমিটির বৈঠক বয়কট করার সিদ্ধান্ত নেন। প্রসঙ্গত, বিধানসভার কার্যসূচি স্থির হয় সেই বৈঠকে। অধিবেশন শেষে শুভেন্দু বলেন, ‘‘আমরা বৈঠক বয়কট করিনি, এটা আমাদের প্রতিবাদ। প্রস্তাব পাঠ করতে দেওয়া হয়নি। ভবিষ্যতে এই ধরনের প্রতিবাদ আরও করবে বিজেপি।’’ তিনি আরও বলেন, ‘‘সিপিএম যে ভাবে ২৩৫-এর দম্ভ দেখিয়েছিল। সে ভাবেই তৃণমূল ২১৩-র দম্ভ দেখাচ্ছে। তাই অসহযোগিতা করলে পাল্টা।’’

বৃহস্পতিবারই আবার স্বাধিকার ভঙ্গের নোটিস আনা হল বিরোধী দলনেতার বিরুদ্ধে। শুধু শুভেন্দুই নয়, বৃহস্পতিবার জোড়া স্বাধিকার ভঙ্গের নোটিস এনেছেন তৃণমূলের দুই বিধায়ক। অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে করা মন্তব্যের জেরেই শুভেন্দুর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিস এনেছেন রাজ্যের মন্ত্রী তথা বিধায়ক শুভেন্দু অধিকারী। অন্যদিকে, বাম নেতা শতরূপ ঘোষের বিরুদ্ধে নোটিস দিয়েছেন আর এক তৃণমূল বিধায়ক তাপস রায়। বিধানসভা ছাড়ার সময় শুভেন্দু বলেন, ‘‘স্বাধিকার ভঙ্গের নোটিস আনা হয়েছে। আমাকে সংশ্লিষ্ট কমিটি ডাকলে অবশ্যই যাব। কিন্তু কোনও ভাবেই আমাকে দাবিয়ে রাখা যাবে না।’’

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন