ব্যালট দুর্নীতি, অভিযুক্ত আইএমএ

আইএমএ-র মালদহ শাখার বিরুদ্ধে অভিযোগ, চিকিৎসকদের কাছে ব্যালট পৌঁছনোয় কারচুপি হয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৯ অগস্ট ২০১৮ ০৪:০২
Share:

প্রতীকী ছবি।

রাজ্য মেডিক্যাল কাউন্সিল নির্বাচনে ব্যালট দুর্নীতিতে অভিযোগের আঙুল চিকিৎসক সংগঠন ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন (আইএম)-এর বিরুদ্ধে।

Advertisement

আইএমএ-র মালদহ শাখার বিরুদ্ধে অভিযোগ, চিকিৎসকদের কাছে ব্যালট পৌঁছনোয় কারচুপি হয়েছে। আইএমএ-র রাজ্য সম্পাদক চিকিৎসক শান্তনু সেন বলেন, ‘‘এই ঘটনা দুর্ভাগ্যজনক। আইএমএ-র সদস্য তাপস চক্রবর্তী এই ধরনের কাজে যুক্ত থাকলে দায় সংগঠনের নয়।’’ অভিযোগ অস্বীকার করেছেন তাপসবাবু।

আইএমএ-র মালদহ শাখার কার্যকরী কমিটির সদস্য তথা তৃণমূলের চিকিৎসক সংগঠনের জেলা নেতা তাপসবাবু বলেন, “ব্যালটের বিষয়ে কিছু জানি না। দীর্ঘদিন তৃণমূলের চিকিৎসক সংগঠনের সঙ্গে যুক্ত রয়েছি। তাই উদ্দেশ্যপ্রণোদিত ভাবে এই ঘটনায় নাম জড়ানো হচ্ছে।”

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন