১৭,৯৯৬ প্রাথমিক স্কুলে পঞ্চম শ্রেণি

২০২১ সালে প্রাথমিক স্কুলগুলির পঞ্চম শ্রেণি থেকে যারা ষষ্ঠ শ্রেণিতে উঠবে, ষষ্ঠ শ্রেণিতে ভর্তির সুযোগ দিতে হবে তাদের।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৩ নভেম্বর ২০১৯ ০৩:০০
Share:

প্রতীকী ছবি।

রাজ্যে প্রাথমিক স্কুলের সংখ্যা প্রায় ৫৯ হাজার। তার মধ্যে ১৭ হাজার ৯৯৬ স্কুলে আগামী শিক্ষাবর্ষেই পঞ্চম শ্রেণির পঠনপাঠন চালু হচ্ছে বলে শুক্রবার বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে স্কুলশিক্ষা দফতর। শিক্ষামন্ত্রী জানিয়েছেন, যে-সব প্রাথমিক স্কুলে পঞ্চম শ্রেণির পাঠ দেওয়ার পরিকাঠামো আছে, সেখানে আসন্ন শিক্ষাবর্ষেই তা চালু হয়ে যাবে। উচ্চ প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্কুলগুলিও আগামী শিক্ষাবর্ষে পঞ্চম শ্রেণিতে ভর্তি নিতে পারবে। তবে ২০২১ সালে প্রাথমিক স্কুলগুলির পঞ্চম শ্রেণি থেকে যারা ষষ্ঠ শ্রেণিতে উঠবে, ষষ্ঠ শ্রেণিতে ভর্তির সুযোগ দিতে হবে তাদের।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement