Sebashray SIR

নন্দীগ্রামে এসআইআর শুনানির লাইনে অসুস্থ বেশ কয়েক জন প্রবীণ, চিকিৎসা হল অভিষেকের সেবাশ্রয়ে, কটাক্ষ বিজেপির

বুধবার নন্দীগ্রামের একাধিক এসআইআর শুনানি কেন্দ্রে নাগরিকদের লাইন পড়েছিল। সেখানে অপেক্ষা করতে করতেই বেশ কয়েক জন প্রবীণ-প্রবীণা অসুস্থ হয়ে পড়েন। সঙ্গে সঙ্গে তৃণমূলের কর্মীরা তাঁদের নিয়ে যান অভিষেকের উদ্যোগে শুরু হওয়া স্বাস্থ্য পরিষেবা শিবির সেবাশ্রয়ে।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২১ জানুয়ারি ২০২৬ ১৯:০৮
Share:

বুধবার নন্দীগ্রামের এসআইআর শুনানি কেন্দ্রে অসুস্থ হয়ে পড়া বৃদ্ধ-বৃদ্ধাকে নিয়ে যাওয়া হল অভিষেকের স্বাস্থ্য পরিষেবা শিবির ‘সেবাশ্রয়’-এ। ছবি: সংগৃহীত।

এসআইআরের সঙ্গে এ বার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্বাস্থ্য পরিষেবা শিবির ‘সেবাশ্রয়’কে জুড়ে প্রচার শুরু করল তৃণমূল। তা-ও আবার নন্দীগ্রামের শিবিরকে ঘিরে। যে নন্দীগ্রাম বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিধানসভা কেন্দ্র।

Advertisement

শাসকদলের দাবি, বুধবার নন্দীগ্রামের একাধিক এসআইআর শুনানি কেন্দ্রে নাগরিকদের লাইন পড়েছিল। সেখানে অপেক্ষা করতে করতেই বেশ কয়েক জন প্রবীণ-প্রবীণা অসুস্থ হয়ে পড়েন। সঙ্গে সঙ্গে তৃণমূলের কর্মীরা তাঁদের নিয়ে যান অভিষেকের উদ্যোগে শুরু হওয়া স্বাস্থ্য পরিষেবা শিবিরে। চিকিৎসার পরে কয়েক জনকে পাঠানো হয় নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে। একাধিক জনকে ভর্তিও করানো হয়েছে হাসপাতালে।

এ নিয়ে সমাজ‌মাধ্যমে প্রচার শুরু করেছে তৃণমূল। শাসকদলের বক্তব্য, নির্বাচন কমিশনকে ‘নির্যাতন কমিশনে’ পরিণত করে মানুষকে দুর্দশার মধ্যে ফেলছে বিজেপি। আর অভিষেকের সেবাশ্রয় তাঁদের পাশে দাঁড়াচ্ছে। এটাই হল দু’টো দলের ফারাক।

Advertisement

তৃণমূলের এ হেন ‘রাজনীতি’কে নোংরামি বলে তোপ দেগেছে বিজেপি। সেই সঙ্গে কটাক্ষের সুরে নন্দীগ্রামের বিজেপি নেতা প্রলয় পাল বলেন, ‘‘তৃণমূলের সাংসদ সৌগত রায় তো অসুস্থ হয়েছিলেন। এতই যদি সেবাশ্রয় নিয়ে বড় বড় কথা, তা হলে ওঁকে কলকাতা থেকে এখানে (নন্দীগ্রামে) এনে চিকিৎসা করাল না কেন?’’

নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবারের বাইরে গত ১৫ জানুয়ারি থেকে সেবাশ্রয় শুরু করেছেন অভিষেক। আনুষ্ঠানিক উদ্বোধন করেন নন্দীগ্রামের ‘শহিদদের’ পরিবারের সদস্যেরা। অভিষেক প্রথম দিনই শুভেন্দুর কেন্দ্রে পৌঁছে দু’টি ব্লকের দু’টি মডেল ক্যাম্প পরিদর্শন করে‌ছিলেন। এ-ও ঘোষণা করে এসেছেন, প্রথম বছর দু’টি ব্লকে দু’টি মডেল ক্যাম্প হলেও সামনের বছর থেকে ১৭টি অঞ্চলেই শিবির হবে। শুভেন্দুকে আক্রমণ করতে গিয়ে অভিষেকের বক্তব্য ছিল, ‘‘আগামী দিনে শুভেন্দু অধিকারীর পরিবারের লোককেও সেবাশ্রয়ে পরিষেবা নিতে হবে।’’

শিবির শুরুর পর থেকে নানা ভাবে নন্দীগ্রামের সেবাশ্রয়কে সমাজমাধ্যমের প্রচারে উপস্থাপিত করার চেষ্টা করছে তৃণমূল। সেই ধারাবাহিকতাতেই এসআইআরের বিপরীতে সেবাশ্রয়কেও তুলে ধরার কৌশল নিল শাসক তৃণমূল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement