Operation Sindoor

ঘৃণা ও সন্ত্রাসবাদকে উপযুক্ত জবাব

অভিযানের পরে, সেনাবাহিনীর প্রতিনিধি হিসাবে দুই নারী অফিসার অপারেশন সিঁদুরের খুঁটিনাটি সবার সামনে তুলে ধরেছেন। তা নিয়ে চর্চাও হচ্ছে।

ভারলিন পানওয়ার

শেষ আপডেট: ০৮ মে ২০২৫ ০৯:২৭
Share:

ভারলিন পানওয়ার। —নিজস্ব চিত্র।

যারা ঘৃণা ও সন্ত্রাসবাদ ছড়ায়, অপারেশন সিঁদুর তাদের জন্য একটা উপযুক্ত জবাব। পহেলগামে নিরীহ, নিরস্ত্র পর্যটকদের উপরে যা হয়েছে, তা অমানবিক এবং মানবতার উপরে এক অপরাধের শামিল। অপারেশন সিঁদুর তাই গোটা বিশ্বের প্রতি একটি জোরালো বার্তাও। সেই বার্তা হল, এই ভারত নতুন ভারত। আমরা এ সব কাজ নীরবে সহ্য করব না।

অভিযানের পরে, সেনাবাহিনীর প্রতিনিধি হিসাবে দুই নারী অফিসার অপারেশন সিঁদুরের খুঁটিনাটি সবার সামনে তুলে ধরেছেন। তা নিয়ে চর্চাও হচ্ছে। আসলে কিন্তু তাঁরা কেবলই নিজ নিজ বাহিনীর প্রতিনিধিত্ব করছিলেন। নিজের দায়িত্বটুকু পালন করছিলেন। কারণ, সেনাবাহিনীতে লিঙ্গ বা অন্য কোনও রকম পরিচয়ের নিরিখে কোনও কিছু বিচার করা হয় না। সেনাবাহিনীর কাজকর্ম পুরোপুরি যোগ্যতা, অঙ্গীকারবদ্ধ থাকা এবং নির্দিষ্ট লক্ষ্যের উপরে নির্ভর করে।

যে ভাবে সুনির্দিষ্ট লক্ষ্যে ভারতীয় সেনাবাহিনী জঙ্গিদের শিবিরগুলিতে আঘাত হেনে সেগুলি ধ্বংস করেছে, চর্চা হচ্ছে তা নিয়েও। এমন অভিযান হয় একেবারে ১০০ শতাংশ নিখুঁত লক্ষ্যে। তার সাফল্যের পিছনে থাকে দীর্ঘ ও নিবিড় প্রশিক্ষণ, গোপন কৌশল ও গোয়েন্দাদের দেওয়া বিশদ তথ্যভান্ডার। এই সব কিছুর মেলবন্ধনেই নিশ্চিত হয় এমন নিখুঁত সাফল্য। অভিযানে যাঁরা যান, তাঁদের মনের অবস্থা কেমন থাকে, তা নিয়েও আগ্রহ থাকে সকলের। আসলে শান্ত থাকা, লক্ষ্যে অবিচল থাকা ও নিজের প্রশিক্ষণের উপরে বিশ্বাস রাখা— সেনা অফিসারদের মন্ত্র এগুলোই।

তবে যে কোনও যুদ্ধই অনিবার্য ভাবে আনুষঙ্গিক আরও অনেক ক্ষতি ডেকে আনে। কিন্তু ভারতীয় সেনা সর্বদা চেষ্টা করে যাতে সেই ক্ষতি থাকে একেবারে ন্যূনতম। তবে একান্ত আন্তরিক চেষ্টা সত্ত্বেও বিরল হলেও কখনও কখনও সেই ক্ষতি হয়েই যায়। কখনও কখনও অনেক চেষ্টা করেও তা এড়ানো যায় না।

অপারেশন সিঁদুরের পরে সীমান্তে উত্তেজনা বেড়েছে। আমি বলতে পারি, এটা কেবল শুরু। প্রত্যেক ক্রিয়ারই প্রতিক্রিয়া থাকে। তাই জনগণের কাছে আমার আবেদন, তাঁরা যেন সচেতন থাকেন। দেশে কী ঘটছে, তা যেন খেয়াল রাখেন। অসামরিক প্রতিরক্ষার প্রাথমিক প্রশিক্ষণও সব নাগরিকের নিয়ে রাখা দরকার। যুদ্ধ পরিস্থিতি হোক বা সাধারণ পরিস্থিতি, যে কোনও সময়েই প্রত্যে­ক নাগরিকেরই প্রস্তুত থাকা দরকার।

ভারলিন পানওয়ার (প্রাক্তন স্কোয়াড্রন লিডার, ভারতীয় বায়ুসেনা)

অনুলিখন: সুজিষ্ণু মাহাতো

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন