জুহির ফোনে জড়াল সাংসদ, নেতার নাম

কলকাতা-দিল্লি, ‘ভায়া’ উত্তরবঙ্গ। দত্তকের নামে শিশু পাচারের জাল এ ভাবেই ছড়িয়ে বলে অনুমান সিআইডি-র। তারা বলছে, গত বৃহস্পতিবার জুহি চৌধুরীকে গ্রেফতার করার পর থেকে তাঁর মোবাইলগুলি খুঁজে দেখেন গোয়েন্দারা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৪ মার্চ ২০১৭ ০৩:৩৮
Share:

জালে-জুহি: পিনটেল ভিলেজে জুহি চোধুরী। ছবি: বিশ্বরূপ বসাক।

কলকাতা-দিল্লি, ‘ভায়া’ উত্তরবঙ্গ। দত্তকের নামে শিশু পাচারের জাল এ ভাবেই ছড়িয়ে বলে অনুমান সিআইডি-র। তারা বলছে, গত বৃহস্পতিবার জুহি চৌধুরীকে গ্রেফতার করার পর থেকে তাঁর মোবাইলগুলি খুঁজে দেখেন গোয়েন্দারা। তাঁদের দাবি, জুহির মোবাইলের কল রেকর্ড থেকে মিলেছে একাধিক প্রভাবশালীর নাম। তাতে দিল্লির এক নেতা ও এক সাংসদের নাম রয়েছে। মিলেছে দত্তক সংক্রান্ত কেন্দ্রীয় সংস্থা কারা-র আধিকারিকের নম্বরও। সিআইডি-র দাবি, ওই আধিকারিকের মাধ্যমে জলপাইগুড়ির হোমের যাবতীয় অনিয়ম চাপা দেওয়ার চেষ্টা হয়েছিল।

Advertisement

গোয়েন্দা সূত্রের দাবি, পাচারের জাল ছড়িয়ে দিল্লি পর্যন্ত। এর মধ্যে জুহিকে গ্রেফতার করার পরে সেই মামলায় রূপা গঙ্গোপাধ্যায় এবং কৈলাস বিজয়বর্গীয়ের নাম জুড়ে দিয়েছে সিআইডি। যে ঘটনায় প্রবল ভাবে ক্ষুব্ধ রাজ্য বিজেপি এখন বলছে, এর পিছনে মমতা বন্দ্যোপাধ্যারের সরকারের চক্রান্ত রয়েছে। কলকাতা হোক বা দিল্লি— এ দিন সর্বত্রই দলের নেতানেত্রীদের মুখে ছিল এই চক্রান্তের অভিযোগ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন