Abhishek Banerjee

অভিষেকের সেবাশ্রয় শিবিরে নারী দিবস উদ্‌যাপন, ১০ লক্ষের মাইলফলকের দিকে এগোচ্ছে সাংসদের স্বাস্থ্য পরিষেবা কর্মসূচি

গত জানুয়ারি মাস থেকে শুরু হয়েছিল সেবাশ্রয়। এক একটি বিধানসভা ধরে পরিষেবা প্রদানের কর্মসূচি শেষ করে তা এখন চলছে মহেশতলায়। অভিষেকের দফতর প্রদত্ত পরিসংখ্যান বলছে, সব মিলিয়ে শনিবার পর্যন্ত ৯ লক্ষ ২০ হাজার ছাড়িয়ে গিয়েছে পরিষেবা প্রাপকের সংখ্যা।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৮ মার্চ ২০২৫ ২০:৫৭
Share:

শনিবার মহেশতলায় ‘সেবাশ্রয়’ স্বাস্থ্য শিবিরে পালিত হল আন্তর্জাতিক শ্রমজীবী নারী দিবস। —নিজস্ব চিত্র।

তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে আপাতত মহেশতলায় চলছে ‘সেবাশ্রয়’। শনিবার সেই মহেশতলার মডেল ক্যাম্পেই পৃথক ভাবে পালিত হল আন্তর্জাতিক শ্রমজীবী নারী দিবস। শিবিরে উপস্থিত মহিলা চিকিৎসক, স্বাস্থ্যকর্মী এবং রোগীদের বিশেষ সম্মান প্রদান করা হয় অভিষেকের নির্দেশে।

Advertisement

শনিবার সমাজমাধ্যমে অভিষেক লিখেছেন, ‘‘মা-বোনেদের সেলাম। আপনাদের সাহস, কণ্ঠস্বরই আমাদের গণতন্ত্রকে শক্তিশালী করেছে। জাতিকে গঠন করতে সাহায্য করেছেন আপনারাই। আপনাদের আওয়াজ শুধু একটি দনের জন্য নয়, প্রতিদিনের জন্য প্রয়োজন। সেবাশ্রয় শিবিরে মহিলাদের অধিকার বিষয়ে একটি আলোচনাও অনুষ্ঠিত হয়। গত জানুয়ারি মাস থেকে শুরু হয়েছিল সেবাশ্রয়। এক একটি বিধানসভা ধরে পরিষেবা প্রদানের কর্মসূচি শেষ করে তা এখন চলছে মহেশতলায়। অভিষেকের দফতর প্রদত্ত পরিসংখ্যান বলছে, সব মিলিয়ে শনিবার পর্যন্ত ৯ লক্ষ ২০ হাজার ছাড়িয়ে গিয়েছে পরিষেবা প্রাপকের সংখ্যা। ফলে সেবাশ্রয় এখন এগোচ্ছে ১০ লক্ষের মাইলফলকের দিকে।

নিজের কেন্দ্রে অভিষেকের এই স্বাস্থ্য পরিষেবা কর্মসূচি নিয়ে নানাবিধ প্রশ্ন উঠেছিল তৃণমূলের অন্দরেই। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক রাজ্যে ‘সমান্তরাল স্বাস্থ্যব্যবস্থা’ তৈরি করতে চাইছেন কি না, সেই মর্মেও প্রশ্ন তোলা হয়েছিল কোনও কোনও মহল থেকে। কিন্তু এ প্রসঙ্গে গত ২৭ ফেব্রুয়ারি নেতাজি ইন্ডোরের মহা সমাবেশ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্আয়য়ের উপস্থিতিতেই অভিষেক বলেছিলেন, ‘‘ডায়মন্ড হারবারের মানুষ আমায় ৭ লক্ষ ১০ হাজার ভোটে জিতিয়েছিলেন। তার পরে তিন মাস আমি ভাল করে ঘুমোতে পারিনি। সারা ক্ষণ ভেবেছি, কী ভাবে এই ঋণ শোধ করব। তার পরে সেবাশ্রয় নিয়ে পৌঁছেছি মানুষের কাছে।’’ আপাতত সেই সেবাশ্রয় কর্মসূচি ১০ লক্ষের মাইলফলকের পথে। সাতটি বিধানসভায় প্রথম পর্বের শিবির হয়ে যাওয়ার পরে শুরু হবে দ্বিতীয় পর্বের ‘ফলো-আপ’ শিবির।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement