আইএসএফ-এর ‘অধিকার যাত্রা’। —নিজস্ব চিত্র।
আর জি কর-কাণ্ড নিয়ে তৃণমূল কংগ্রেস এবং বিজেপির আঁতাঁতের অভিযোগে ফের সরব হলেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের (আইএসএফ) বিধায়ক নওসাদ সিদ্দিকী। অশোকনগরের চৌরঙ্গি মোড়ে আয়োজিত দলীয় সভা থেকে সোমবার কারও নাম না-করে বিধায়ক বলেছেন, “সিবিআই তদন্ত হলে তৃণমূলের দামাল ছেলেরা ধরা পড়ত। তাই দিদি-দাদার দ্বারস্থ হয়েছেন। দিদি সমস্যায় পড়লেই দাদার কাছে চলে যান। আমরা এই আঁতাঁত হতে দেব না। লড়াই করে নির্যাতিতার (আর জি কর মেডিক্যালের) পরিবারকে বিচার পাইয়ে দেব।” অশোকনগরের তৃণমূল বিধায়ক নারায়ণ গোস্বামীর অবশ্য পাল্টা বক্তব্য, “নওসাদ গাছে গরু চড়ানোর গল্প বলছেন। দেশের সবাই জানেন, বিজেপির বিরুদ্ধে যদি কেউ লড়ছেন, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়। আর জি কর-তদন্ত এখন সিবিআইয়ের বিষয়। যা বলার তাদের বলতে হবে।” পাশাপাশি, তৃণমূলনেত্রী মমতা বাংলা ভাষাকে ভালবাসার কথা বললেও, রাজ্যের স্কুলগুলিতে কেন শিক্ষক-সঙ্কট, কেন আট হাজার স্কুল বন্ধের মুখে, সেই প্রশ্নেও সরব হয়েছেন নওসাদ। প্রসঙ্গত, আর জি কর-কাণ্ড, কালীগঞ্জের উপনির্বাচনের ফলপ্রকাশের দিন বালিকা খুনের বিচার, ভিন্-রাজ্যে বাঙালি হেনস্থা বন্ধ, পৃথক সাঁওতালি শিক্ষা বোর্ড তৈরি-সহ বিভিন্ন দাবিকে সামনে রেখে চলছে আইএসএফের ‘অধিকার যাত্রা’।
প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর
সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ
সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে