Jamiat Ulema-e-Hind

Jamiat Ulema-e-Hind: জমিয়তের নির্বাচন

রাজ্য স্তরের প্রতিনিধিদের নিয়ে যে নির্বাচন হবে, সেখানে দিল্লি থেকে পর্যবেক্ষকেরা উপস্থিত থাকবেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৩ জুলাই ২০২১ ০৮:১২
Share:

রাজ্য জমিয়তের ওয়ার্কিং কমিটি অধিবেশন। নিজস্ব চিত্র।

রাজ্য ও জেলা স্তরে পদাধিকারী বাছতে সাংগঠনিক নির্বাচনের পথে যাচ্ছে জমিয়তে উলামায়ে হিন্দ। যে সব জেলায় সদস্য সংগ্রহের কাজ সম্পূর্ণ হয়েছে, সেখানে অগস্টের প্রথম সপ্তাহের মধ্যে নির্বাচন সম্পন্ন করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য জমিয়তের ওয়ার্কিং কমিটি। রাজ্য স্তরের প্রতিনিধিদের নিয়ে যে নির্বাচন হবে, সেখানে দিল্লি থেকে পর্যবেক্ষকেরা উপস্থিত থাকবেন। বাংলায় ১২ হাজার সক্রিয় সদস্য করার পরিকল্পনা হাতে নিয়েছে জমিয়তে। সংগঠনের রাজ্য সভাপতি সিদ্দিকুল্লা চৌধুরী এ বার তৃণমূলের মন্ত্রিসভায় পূর্ণমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন। তাঁকে ওই দায়িত্ব দেওয়ার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানানোর পাশাপাশি জমিয়তের ওয়ার্কিং কমিটি রাজ্য সভাপতিকে স্মরণ করিয়ে দিয়েছে, প্রশাসনিক কাজের জন্য সংগঠনের দায়িত্ব যেন অবহেলিত না হয়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন