Siddiqullah Chowdhury

সিদ্দিকুল্লাকে ‘সম্মতি’ দিল রাজ্য জমিয়তে

পূর্ব বর্ধমানের মঙ্গলকোট বিধানসভা কেন্দ্র থেকে ২০১৬ সালে তৃণমূল প্রার্থী হিসেবে জিতে রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী হয়েছেন সিদ্দিকুল্লা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০২১ ০৭:০৩
Share:

জমিয়তে উলামায়ে হিন্দের রাজ্য ওয়ার্কিং কমিটি'র বৈঠক। নিজস্ব চিত্র।

তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফের তাঁর দলের টিকিটে প্রার্থী করতে চাইলে সিদ্দিকুল্লা চৌধুরীকে সেই প্রস্তাব গ্রহণ করার জন্য আনুষ্ঠানিক ‘সম্মতি’ দিল জমিয়তে উলামায়ে হিন্দ। পূর্ব বর্ধমানের মঙ্গলকোট বিধানসভা কেন্দ্র থেকে ২০১৬ সালে তৃণমূল প্রার্থী হিসেবে জিতে রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী হয়েছেন সিদ্দিকুল্লা। তবে স্থানীয় তৃণমূল নেতৃত্বের ‘সহযোগিতা’ না পাওয়ার অভিযোগকে ঘিরে কিছু জটিলতা তৈরি হয়েছিল। জমিয়তের রাজ্য সভাপতি সিদ্দিকুল্লার ফের প্রার্থী হওয়া উচিত কি না, তা বিবেচনার জন্য আলাদা কমিটি গড়েছিল ওই সংগঠন। সেই কমিটির রিপোর্টের ভিত্তিতে বুধবার জমিয়তের রাজ্য ওয়ার্কিং কমিটির বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, তৃণমূল নেত্রী চাইলে সিদ্দিকুল্লা ফের প্রার্থী হতে পারেন। সেই সঙ্গেই মোথাবাড়ি আসনে জমিয়তের নজরুল ইসলামকে প্রার্থী করার অনুরোধ জানানো হবে মমতার কাছে। সংখ্যালঘু উন্নয়নে আরও ‘দক্ষতার সঙ্গে কাজ’ করার দরকার, জমিয়তের তরফে এই বার্তাও তৃণমূলের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে সিদ্দিকুল্লাকে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন