৭০০ কোটি লগ্নি নিয়ে রাজ্যে ফিরছেন জিন্দল

আগামী বছরের গোড়ায় এ রাজ্যে সিমেন্ট কারখানার ইঁট গাঁথতে শুরু করবে জিন্দল গোষ্ঠী। সব ঠিক থাকলে বিধানসভা ভোটের দামামা বাজার আগে শালবনিতে প্রকল্পের শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০১৫ ১৭:৩৯
Share:

আগামী বছরের গোড়ায় এ রাজ্যে সিমেন্ট কারখানার ইঁট গাঁথতে শুরু করবে জিন্দল গোষ্ঠী। সব ঠিক থাকলে বিধানসভা ভোটের দামামা বাজার আগে শালবনিতে প্রকল্পের শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Advertisement

বৃহস্পতিবার বণিকসভা বেঙ্গল চেম্বার অফ কমার্সের একটি অনুষ্ঠানে যোগ দিতে আসেন জেএসডবলু গোষ্ঠীর কর্ণধার সজ্জন জিন্দল। রাজ্যের অর্থ ও শিল্পমন্ত্রী অমিত মিত্রকে পাশে রেখে বণিকসভার মঞ্চ থেকে সজ্জন জানান, শালবনিতে ১৫০ একর জমির উপর তৈরি হবে সিমেন্ট কারখানা। ৭০০ কোটি পুঁজি ঢালা হবে প্রকল্পে। বার্ষিক ২৪ লক্ষ টন সিমেন্ট উৎপাদন করার ক্ষমতা থাকবে এই কারখানায়। তিনি বলেন, ‘‘ আগামী জানুয়ারি মাসে প্রকল্পের শিলান্যাস হবে। এক বছরের মধ্যেই কারখানা তৈরি হয়ে যাবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন