‘তথ্যভাণ্ডার’ গড়তে রাজ্যে ৪০ একর জমি চাইল জিয়ো

সিলিকন ভ্যালির জন্য রাজ্য সরকার প্রথম ধাপে ১০০ একর জমি বরাদ্দ করেছে। এ দিন তথ্যপ্রযুক্তি শিল্পের এক ঝাঁক শীর্ষ প্রতিনিধিদের সাক্ষী রেখে ওই প্রকল্পের শিলান্যাস করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা জানান, তাঁর স্বপ্ন আমেরিকার সিলিকন ভ্যালির পর কেউ যদি দ্বিতীয় কোনও সিলিকন ভ্যালির নাম করে সেটা যেন পশ্চিমবঙ্গ হয়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৪ অগস্ট ২০১৮ ০৪:০১
Share:

তথ্যপ্রযুক্তি নির্ভর ‘তথ্যভাণ্ডার’ গড়ার জন্য রিলায়্যান্স জিয়ো ইনফোকম রাজ্যের কাছে ৪০ একর জমি চাইল। একই সঙ্গে রাজারহাট নিউটাউনে ইনফোসিস তাদের ৫০ একর জমিতে সফটওয়্যার কেন্দ্রের জন্য ১০০ কোটি টাকা বিনিয়োগ করবে বলে জানিয়ে দিল। সোমবার সন্ধ্যায় নিউটাউনে ‘বেঙ্গল সিলিকন ভ্যালি হাব’-এর শিলান্যাস অনুষ্ঠানে এই দু’টি প্রাপ্তিকে রাজ্য প্রশাসন তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে আরও এক ধাপ এগিয়ে যাওয়া বলেই মনে করছে।

Advertisement

সিলিকন ভ্যালির জন্য রাজ্য সরকার প্রথম ধাপে ১০০ একর জমি বরাদ্দ করেছে। এ দিন তথ্যপ্রযুক্তি শিল্পের এক ঝাঁক শীর্ষ প্রতিনিধিদের সাক্ষী রেখে ওই প্রকল্পের শিলান্যাস করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা জানান, তাঁর স্বপ্ন আমেরিকার সিলিকন ভ্যালির পর কেউ যদি দ্বিতীয় কোনও সিলিকন ভ্যালির নাম করে সেটা যেন পশ্চিমবঙ্গ হয়। আর সেই স্বপ্ন সফল করতে তাঁর সরকার তথ্যপ্রযুক্তি শিল্পকে সব রকম সহযোগিতা করতে প্রস্তুত। প্রয়োজনে আরও ১০০ একর জমির
ব্যবস্থা করার নির্দেশও মুখ্যমন্ত্রী এ দিন দিয়ে দিয়েছেন।

বেঙ্গল সিলিকন ভ্যালি হাব প্রকল্পটি নিয়ে বলতে গিয়ে এ দিন মুখ্যসচিব মলয় দে জানান, রিলায়্যান্স জিয়ো ইফোকম তাদের ‘ডেটা সেন্টার’ গড়ে তোলার জন্য ৪০ একর জমি চেয়েছে। বিশ্ববঙ্গ শিল্প সম্মেলনে সংস্থার পক্ষ থেকে রাজ্যে বিনিয়োগের ব্যাপারে আগ্রহ প্রকাশ করা হয়েছিল। পরে ইনফোসিস-এর পক্ষ থেকে সংস্থার অন্যতম কর্তা রামদাস কামাত জানান, নিউটাউন ক্যাম্পাসে প্রথম ধাপে ১০০ কোটি টাকা বিনিয়োগে তাঁরা ৫ লক্ষ ২৫ হাজার বর্গফুটের কাজের জায়গা তৈরি করবেন। নির্মাণ কাজের ছাড়পত্র পাওয়ার ১৫ মাসের মধ্যে তাঁরা কাজ শেষ করবেন বলে জানিয়েও দিয়েছেন।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন