College Service Commission

শাসক শিবিরে দ্বন্দ্বের কারণ সেলিমবক্সকে সরানো হল কলেজ সার্ভিস কমিশনের পরীক্ষা নিয়ামকের পদ থেকে

কলেজ সার্ভিস কমিশনের পরীক্ষা নিয়ামক পদকে কাজে লাগিয়ে সেলিমবক্স মণ্ডল বিভিন্ন কলেজের অধ্যক্ষ নিয়োগের ক্ষেত্রে ‘দুর্নীতি’ করেছেন বলে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে জানিয়েছিলেন তৃণমূলের অধ্যাপক সংগঠনের নেতা তথা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মনোজিৎ মণ্ডল।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৪ ডিসেম্বর ২০২৫ ১৬:৩৯
Share:

সেলিমবক্স মণ্ডলকে সরিয়ে দেওয়া হল কলেজ সার্ভিস কমিশনের পরীক্ষা নিয়ামক পদ থেকে। ছবি: সংগৃহীত।

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) পদে যাঁর নিয়োগ ঘিরে তৃণমূলের বিবাদ প্রকাশ্যে চলে এসেছে, সেই সেলিমবক্স মণ্ডলকে সরিয়ে দেওয়া হল কলেজ সার্ভিস কমিশনের পরীক্ষা নিয়ামক পদ থেকে। ওই পদে থাকাকালীন সেলিমবক্স নানা ‘অনিয়ম’ করেছিলেন বলে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে জানিয়েছিলেন যাদবপুরের আর এক অধ্যাপক তথা তৃণমূলের অধ্যাপক সংগঠনের নেতা মনোজিৎ মণ্ডল। তাতে সেলিমের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) হওয়া আটকায়নি। কিন্তু কলেজ সার্ভিস কমিশনের গুরুদায়িত্ব থেকে তাঁকে এ বার সরানো হল।

Advertisement

রাজ্যের উচ্চশিক্ষা দফতর ৩ ডিসেম্বর অর্থাৎ বুধবার একটি বিজ্ঞপ্তি জারি করে কলেজ সার্ভিস কমিশনের নতুন পরীক্ষা নিয়ামকের নাম ঘোষণা করেছে। ভৈরব গাঙ্গুলি কলেজের অধ্যক্ষ শুভ্রনীল সোমকে ওই পদে নিয়োগ করা হয়েছে। অতিরিক্ত দায়িত্ব হিসাবে তিনি ওই পদ সামলাবেন বলে বিজ্ঞপ্তিতে লেখা হয়েছে।

সেলিমবক্সকে যাদবপুরের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) পদে বসানোর বিরুদ্ধে সরব হয়েছিলেন রাজ্যের শাসকদলের অধ্যাপক সংগঠন ওয়েবকুপারই একাংশ। ইংরেজির অধ্যাপক তথা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইসি (কার্যনির্বাহী সমিতি) সদস্য মনোজিৎ ছিলেন তাঁদের মধ্যে অগ্রগণ্য। সেলিমবক্সকে রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) পদে বসানোর বিরোধিতা করে ব্রাত্যকে যে হোয়াট্‌সঅ্যাপ বার্তা পাঠিয়েছিলেন মনোজিৎ, তার স্ক্রিনশট প্রকাশ্যে চলে আসে। অন্যান্য অভিযোগের সঙ্গেই সেখানে বলা হয়েছিল, কলেজ সার্ভিস কমিশনের পরীক্ষা নিয়ামক পদকে কাজে লাগিয়ে সেলিমবক্স বিভিন্ন কলেজের অধ্যক্ষ নিয়োগের ক্ষেত্রে ‘দুর্নীতি’ করেছেন। যে সব সুযোগ-সুবিধা ওই কমিশনের চেয়ারম্যানের প্রাপ্য, সেলিমবক্স ক্ষমতার অপব্যবহার করে সে সব সুবিধাও ভোগ করতেন বলেও অভিযোগ ছিল।

Advertisement

শিক্ষামন্ত্রী ব্রাত্যকে জানানো ছাড়াও মনোজিৎ যাদবপুরের উপাচার্য চিরঞ্জীব ভট্টাচার্যকেও ইমেল পাঠিয়ে দাবি করেছিলেন যে, ইসি-র বৈঠক ডেকে এবং ইসি-র অনুমোদন নিয়ে রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) নিয়োগের সিদ্ধান্ত নিতে হবে। উপাচার্য একা যেন সিদ্ধান্ত না নেন। ইসি-র আরও কিছু সদস্য উপাচার্যের কাছে একই দাবি জানিয়েছিলেন বলে যাদবপুর বিশ্ববিদ্যালয় সূত্রের খবর। তবে ওই পদে নিয়োগ নিয়ে কোনও ইসি বৈঠক হয়নি। সেলিমবক্সকেই ওই পদে নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু কলেজ সার্ভিস কমিশনের পদ থেকে তাঁকে সরিয়ে দেওয়া হল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement