প্রশ্ন ফাঁসের গুজবে বিভ্রান্তি চরমে

এ দিন পরীক্ষা শুরুর অনেক আগে থেকেই হোয়াটসঅ্যাপের মাধ্যমে ২০১৮ লেখা জীবনবিজ্ঞানের প্রশ্নপত্র ছড়িয়ে পড়ে। পরীক্ষা শুরুর আগে প্রশ্নপত্র ফাঁস হয়ে গিয়েছে বলে বিভিন্ন জেলায় রটে যায়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২১ মার্চ ২০১৮ ০৪:২৯
Share:

প্রতীকী ছবি।

নিশ্ছিদ্র নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে বলে বারবার জানাচ্ছিল মধ্যশিক্ষা পর্ষদ। কিন্তু প্রশ্ন ফাঁস হয়েছে বলে রটে যাওয়ায় মঙ্গলবার মাধ্যমিকের জীবনবিজ্ঞান পরীক্ষা শুরুর আগেই চরম বিভ্রান্তিতে পড়তে হয় হাজার হাজার পরীক্ষার্থীকে। পর্ষদ তড়িঘড়ি জানায়, পুরনো প্রশ্নপত্রকে এ বছরের বলে ছড়িয়ে দেওয়া হয়েছে। বিষয়টি পৌঁছে যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কানে। পুলিশকে বিষয়টি খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন তিনি।

Advertisement

এ দিন পরীক্ষা শুরুর অনেক আগে থেকেই হোয়াটসঅ্যাপের মাধ্যমে ২০১৮ লেখা জীবনবিজ্ঞানের প্রশ্নপত্র ছড়িয়ে পড়ে। পরীক্ষা শুরুর আগে প্রশ্নপত্র ফাঁস হয়ে গিয়েছে বলে বিভিন্ন জেলায় রটে যায়। তার পরেই পর্ষদের তরফ থেকে সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় বিবৃতি দিয়ে জানান, হোয়াটসঅ্যাপে যে-প্রশ্নপত্র ছড়িয়েছে, সেটা ২০১৭ সালের মডেল প্রশ্নপত্র। সেখানে কারুকার্য করে ২০১৮ লিখে ছড়িয়ে দেওয়া হয়েছে। এই নিয়ে বিধাননগর সাইবার থানায় অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানান তিনি। বিষয়টি স্বরাষ্ট্র দফতরেও জানানো হয়।

এ দিন হুগলির গুড়াপে প্রশাসনিক সভায় মুখ্যমন্ত্রী জানান, প্রশ্নপত্রের বিষয়টি নিয়ে তিনি পুলিশকে তদন্ত করতে বলেছেন। এর আগেও এ বছর মাধ্যমিকের বিভিন্ন পরীক্ষায় প্রশ্নপত্র ছড়িয়ে পড়ার খবর রটেছিল। সমস্তটাই গুজব বলে জানায় পর্ষদ। কিন্তু পর্ষদের অন্দরেই প্রশ্ন উঠছে, কারা কী উদ্দেশে এই ধরনের ঘটনা ঘটাচ্ছে, সেটা পর্ষদ খুঁজে বার করছে না কেন?

Advertisement

‘‘উচ্চ মহলে এবং পুলিশকে সব জানিয়েছি। যারা এই কাজের সঙ্গে যুক্ত, তাদের খুঁজে বার করার চেষ্টা হচ্ছে। মুখ্যমন্ত্রীও পুলিশকে দেখতে বলেছেন। দুষ্কৃতীকে খুঁজে বার করার চেষ্টা চলছে,’’ বলেন কল্যাণময়বাবু।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন