মুকুলের জোরেই মুখ্যমন্ত্রী, অথচ তাঁকেই খতম করলেন মমতা, মত কৈলাসের

তবে মুকুলবাবু কবে বিজেপি-তে যোগ দিচ্ছেন, সে প্রশ্নের জবাব এ দিন এড়িয়ে গিয়েছেন কৈলাস। জনসভার শেষে ওই প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘‘সময়ই বলে দেবে।’’ তাঁর বক্তব্য, ‘‘সময়ই সব বলে দেবে।’’

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৩ নভেম্বর ২০১৭ ০৩:৪৪
Share:

মুকুল রায়।

মুকুল রায়কে দলে নেওয়া বিষয়ে বিজেপি এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করেনি। কিন্তু প্রকাশ্য জনসভায় মুকুলবাবুর প্রশংসা করলেন কেন্দ্রীয় নেতৃত্বের তরফে রাজ্য বিজেপি-র পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়। ক্যানিংয়ে বৃহস্পতিবার দলীয় সমাবেশে কৈলাস বলেন, ‘‘মুকুল রায়ের সাংগঠনিক ক্ষমতার জোরে দিদি, আপনি মুখ্যমন্ত্রী হয়েছেন। অথচ, এখন সেই মুকুল রায়কেই দল ছাড়তে হয়েছে। যারাই আপনার সঙ্গে থাকে, তাদেরই আপনি খতম করার চিন্তা করেন।’’ তবে মুকুলবাবু কবে বিজেপি-তে যোগ দিচ্ছেন, সে প্রশ্নের জবাব এ দিন এড়িয়ে গিয়েছেন কৈলাস। জনসভার শেষে ওই প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘‘সময়ই বলে দেবে।’’ তাঁর বক্তব্য, ‘‘সময়ই সব বলে দেবে।’’

Advertisement

আরও পড়ুন: শান্ত থাকতেই মার্শাল আর্ট, মত রাহুল মাস্টারের

বিজেপি-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ অবশ্য মুকুল-জল্পনার শুরু থেকেই দাবি করে আসছেন, মুকুলবাবু তাঁদের দলে যোগ দেবেন, এমন কোনও খবর তাঁর কাছে নেই। এ দিনও কাঁকসায় তিনি বলেন, ‘‘মুকুল রায় কোথায় যাবেন, জানা নেই। বহু দলের নেতাই আমাদের দলে আসতে চাইছেন। দল সেই ব্যক্তি সম্পর্কে বিবেচনা করে সিদ্ধান্ত নিচ্ছে।’’ মুকুলবাবুকে নিয়ে কি দলে আলোচনা হচ্ছে? দিলীপবাবুর জবাব, ‘‘এখনও কোনও ফোরামে এ বিষয়ে আনুষ্ঠানিক আলোচনা হয়নি। তা ছাড়া, মুকুল রায় এক বারও বলেননি, তিনি বিজেপি-তে আসতে চান।’’ দলের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে মুকুলবাবুর বৈঠক প্রসঙ্গে তাঁকে কিছু জানানো হয়নি বলেও দিলীপবাবুর দাবি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement