‘ক্ষমতায় এলে জুতো পালিশ করবে পুলিশ’

লোকসভা ভোটের পর জুন মাসে সন্দেশখালিতে দুই বিজেপি কর্মী নিহত এবং এক জন নিখোঁজ হন। ওই ঘটনার সিবিআই তদন্তের দাবিতে শ্য়ামবাজারে বিজেপির তিন দিনের ধর্না শেষ হল বুধবার।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৫ সেপ্টেম্বর ২০১৯ ০২:৪৮
Share:

—ফাইল চিত্র।

এ রাজ্যে বিজেপি ক্ষমতায় এলে পুলিশকে তাঁদের জুতো পালিশ করতে হবে বলে হুমকি দিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা পশ্চিমবঙ্গের কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়। লোকসভা ভোটের পর জুন মাসে সন্দেশখালিতে দুই বিজেপি কর্মী নিহত এবং এক জন নিখোঁজ হন। ওই ঘটনার সিবিআই তদন্তের দাবিতে শ্য়ামবাজারে বিজেপির তিন দিনের ধর্না শেষ হল বুধবার। সেই ধর্নামঞ্চে ওঠে ভাটপাড়ায় রবিবার বিজেপি সাংসদ অর্জুন সিংহের মাথা ফাটার প্রসঙ্গ। কৈলাস বলেন, ‘‘দিদি (মমতা বন্দ্যোপাধ্যায়), আপনি পুলিশের ভরসায় সরকার চালাচ্ছেন তো? পুলিশ কিন্তু কারও হয় না। যে দিন বিজেপি সরকারে আসবে, পুলিশ আমাদের জুতো পালিশ করবে। আপনি দেখবেন।’’

Advertisement

কৈলাসের ওই হুমকির প্রতিক্রিয়ায় তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্য়ায় বলেন, ‘‘ওঁরা পুলিশের উপর মানসিক চাপ তৈরির চেষ্টা চালাচ্ছেন। তবে বাংলায় এ সবের ফল হবে উল্টো।’’

ভাটপাড়ার ঘটনার সিবিআই তদন্ত চেয়ে আদালতে যাবেন বলে ধর্নামঞ্চ থেকে জানান অর্জুন। তাঁর অভিযোগ, ব্যারাকপুরের পুলিশ কমিশনার মনোজ বর্মা তাঁকে আক্রমণ করেছিলেন। কৈলাস এবং মুকুল রায় অভিযোগ করেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায় অর্জুনকে খুন করানোর পরিকল্পনা করেছিলেন। কৈলাসের কথায়, ‘‘অর্জুনের মৃত্যু হলে এক দিনও মুখ্য়মন্ত্রী রাজ্য শাসন করতে পারবেন না।’’ রাজ্য পুলিশের এডিজি (আইনশৃঙ্খলা) জ্ঞানবন্ত সিংহের বিরুদ্ধেও তোপ দাগেন মুকুলবাবু।

Advertisement

অন্য দিকে, নৈহাটির বিধায়ক পার্থ ভৌমিকের বক্তব্য, ‘‘অর্জুন অনেকের ক্ষতি করেছেন। তাই উনি অন্যদের সম্পর্কে এই অভিযোগ তুলছেন।’’ উত্তর ২৪ পরগনা জেলা তৃণমূলের সভাপতি তথা খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের পাল্টা অভিযোগ, ‘‘অর্জুনই ব্যারাকপুরে হিংসা ছড়াচ্ছেন।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন