State News

কেরলের ত্রাণে দশ কোটি সাহায্য মুখ্যমন্ত্রী মমতার, পাশে থাকার বার্তা

টুইটে মমতার বার্তা, ‘‘দুর্যোগ মোকাবিলায় অন্যান্য সব রকম সাহায্য করতে আমরা প্রস্তুত। প্রার্থনা করছি যাতে কেরলাবাসী ভাই-বোনেরা দ্রুত স্বাভাবিক ছন্দে ফিরে আসতে পারেন।’’

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৯ অগস্ট ২০১৮ ১৫:৫৮
Share:

কেরলের বন্যাত্রাণে পাশে থাকার বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। —ফাইল ছবি

কেরলে বন্যা দুর্গতদের জন্য আর্থিক সাহায্যের হাত বাড়িয়ে দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। কেরলের মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে ১০ কোটি টাকা সাহায্য করার কথা ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি উদ্ধার, ত্রাণ ও পুনর্গঠনে সব রকম ভাবে সহায়তা করার আশ্বাসও দিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী। ত্রাণ তহবিলে সাহায্য দিয়েছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার।

Advertisement

অন্যদিকে এর্নাকুলাম থেকে সাঁতরাগাছির উদ্দেশ্যে বন্যা দুর্গতদের জন্য দু’টি স্পেশাল ট্রেনের বন্দোবস্ত করছে দক্ষিণ পূর্ব রেলওয়ে। রবিবার সন্ধ্যা ছ’টায় এর্নাকুলাম থেকে ছাড়বে একটি ট্রেন। অন্য ট্রেনটি ছাড়বে রাত ন’টায়। পাশাপাশি বুধবার সাঁতরাগাছি থেকে বিকেল পাঁচটা পনেরো মিনিটে একটি ট্রেন ছেড়ে যাবে এর্নাকুলামের উদ্দেশে।

কেরলে ভয়াবহ বন্যায় সাড়ে তিনশোরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। বহু মানুষ আশ্রয়হীন। ত্রাণের জন্য চারদিকে হাহাকার। এই পরিস্থিতিতে রবিবার টুইট করে আর্থিক সাহায্য এবং পাশে থাকার বার্তা দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথম টুইটে তিনি লিখেছেন, ‘‘চরম সঙ্কটের মধ্যে রয়েছেন কেরালাবাসী। তাঁদের জন্য আমার সহমর্মিতা। দুর্গতদের পাশে দাঁড়াতে আমরা মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে ১০ কোটি টাকা দান করার সিদ্ধান্ত নিয়েছি।’’

Advertisement

অন্য টুইটে মমতার বার্তা, ‘‘দুর্যোগ মোকাবিলায় অন্যান্য সব রকম সাহায্য করতে আমরা প্রস্তুত। প্রার্থনা করছি যাতে কেরলাবাসী ভাই-বোনেরা দ্রুত স্বাভাবিক ছন্দে ফিরে আসতে পারেন।’’

আরও পড়ুন: ত্রাণের জন্য হাহাকার, এরই মধ্যে আশার কথা কেরলে কমছে বৃষ্টি

আরও পড়ুন: মাছ বেচে ট্রোল হওয়া সেই ছাত্রী কেরলের বন্যায় দিলেন দেড় লাখ

আর্থিক সাহায্যের ঘোষণা করেছেন বিহারের মুখ্যমন্ত্রীও। টুইটার-বিবৃতিতে নীতীশ কুমার জানিয়েছেন, তিনিও কেরলের মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে ১০ কোটি টাকা দান করছেন। দুর্গতদের পাশে দাঁড়ানোর বার্তাও দিয়েছেন ডেডিইউ সুপ্রিমো।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement