গুরুঙ্গের পুজোপাঠ এড়ালেন রাজ্যপাল

আমন্ত্রণ গ্রহণ করলেও গোর্খা জনমুক্তি মোর্চার সভাপতি বিমল গুরুঙ্গের চণ্ডীপাঠের আসরে গেলেন না রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী। বৃহস্পতিবার সকালে দার্জিলিং থেকে শিলিগুড়ি চলে যান রাজ্যপাল। সেখান থেকে কলকাতায় ফেরার বিমান ধরেন। এর ফলে মোর্চা নেতৃত্ব অস্বস্তিতে পড়েন। যদিও মোর্চার সাধারণ সম্পাদক রোশন গিরির দাবি, ‘‘রাজ্যপাল আমাদের আমন্ত্রণ গ্রহণ করেছিলেন। কিন্তু, আচমকা জরুরি কাজ থাকায় চলে গিয়েছেন বলে আমরা শুনেছি। এটা নিয়ে এর বেশি কিছু বলতে পারব না।’’ মোর্চার অন্দরের খবর, রাজ্যপাল জামুনিতে গেলে পাহাড়ের বিরোধীদের প্রচারের ধার কমবে বলে মোর্চা নেতাদের কয়েকজন ভেবেছিলেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৫ জুন ২০১৫ ০৩:২৩
Share:

আমন্ত্রণ গ্রহণ করলেও গোর্খা জনমুক্তি মোর্চার সভাপতি বিমল গুরুঙ্গের চণ্ডীপাঠের আসরে গেলেন না রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী। বৃহস্পতিবার সকালে দার্জিলিং থেকে শিলিগুড়ি চলে যান রাজ্যপাল। সেখান থেকে কলকাতায় ফেরার বিমান ধরেন। এর ফলে মোর্চা নেতৃত্ব অস্বস্তিতে পড়েন।

Advertisement

যদিও মোর্চার সাধারণ সম্পাদক রোশন গিরির দাবি, ‘‘রাজ্যপাল আমাদের আমন্ত্রণ গ্রহণ করেছিলেন। কিন্তু, আচমকা জরুরি কাজ থাকায় চলে গিয়েছেন বলে আমরা শুনেছি। এটা নিয়ে এর বেশি কিছু বলতে পারব না।’’ মোর্চার অন্দরের খবর, রাজ্যপাল জামুনিতে গেলে পাহাড়ের বিরোধীদের প্রচারের ধার কমবে বলে মোর্চা নেতাদের কয়েকজন ভেবেছিলেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement