হঠাত্ই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী।
রবিবার সকালে আচমকাই রাজ্যপালের নাক-মুখ দিয়ে রক্তক্ষরণ হয় বলে জানা গিয়েছে। সঙ্গে সঙ্গে তাঁকে দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, রাজ্যপালের শারীরিক পরিস্থিতি নজরে রাখার জন্য চার জন চিকিত্সকের একটি বিশেষ দল গঠন করা হয়েছে। হাসপাতালে ভর্তি হওয়ার পর ফের রক্তক্ষরণ শুরু হওয়ায় তাঁকে আইসিইউ-তে স্থানান্তরিত করা হয়। রাজ্যপালের সিটি স্ক্যান করা হয়। তবে স্ক্যানের রিপোর্ট ভাল এসেছে বলেই হাসপাতাল সূত্রে খবর। চিকিত্সকরা জানান, সাইনাসাইটিসের কারণেই রক্তক্ষরণ হয়েছে রাজ্যপালের। হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, চার সদস্যের চিকিত্সক দলের সঙ্গে অন্য চিকিত্সকরাও রাজ্যপালের শারিরীক পরিস্থিতির উপর নজর রাখছেন। তবে রাজ্যপালের অবস্থা স্থিতিশীল।
আরও পড়ুন: স্বাস্থ্যকর্তাকে মারধর,কাঠগড়ায় তৃণমূল নেতা