Murder

ভ্রাতৃবধূর সঙ্গে ‘সম্পর্কের’ জেরে স্ত্রীকে খুন করে দেহে আগুন! আটক অভিযুক্ত স্বামী-সহ তিন

হরেকৃষ্ণ জানার ভাই কর্মসূত্রে বাইরে থাকেন। পড়শিদের দাবি, সে সুযোগে ভাইয়ের স্ত্রীর সঙ্গে হরেকৃষ্ণর সম্পর্ক গড়ে উঠেছিল। এ নিয়ে নাকি স্ত্রীর সঙ্গে বেশ কয়েক দিন ধরেই তাঁর অশান্তি হচ্ছিল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

খানাকুল শেষ আপডেট: ২০ নভেম্বর ২০২২ ১৪:৪৩
Share:

পাড়াপড়শিদের দাবি, দিন কয়েক ধরে (ইনসেটে) মানসী জানার সঙ্গে তাঁর স্বামীর গন্ডগোল চলছিল। —নিজস্ব চিত্র।

ভ্রাতৃবধূর সঙ্গে ‘বিবাহ-বহির্ভূত সম্পর্ক’ নিয়ে অশান্তির জেরে স্ত্রীকে খুনের অভিযোগ উঠল হুগলির খানাকুলের এক বাসিন্দার বিরুদ্ধে। খুনের পর স্ত্রীর দেহে কেরোসিন ঢেলে পুড়িয়ে দেন বলেও অভিযোগ। রবিবার সকালে এই ঘটনায় অভিযুক্তের বাড়ি ঘিরে রাখেন স্থানীয়েরা। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সেই সঙ্গে খুনে অভিযুক্ত স্বামী-সহ পরিবারের ৩ জনকে আটক করে তারা।

Advertisement

পুলিশ সূত্রে খবর, খানাকুলের কৃষ্ণনগর পাঁচুইখানার বাসিন্দা মানসী জানা (৪২)-কে খুনের পর পুড়িয়ে মারা হয়েছে বলে তাঁর স্বামী হরেকৃষ্ণ জানার বিরুদ্ধে অভিযোগ। এই ঘটনায় হরেকৃষ্ণ-সহ তাঁর ভ্রাতৃবধূ এবং ভ্রাতৃবধূর মাকে আটক করা হয়েছে।

স্থানীয়েরা জানিয়েছেন, কৃষ্ণনগর গ্রামে হরেকৃষ্ণর একটি সোনার গয়নার দোকান রয়েছে। সেই দোকান লাগোয়া বাড়িতে পরিবার নিয়ে থাকেন তিনি। কর্মসূত্রে বাইরে থাকেন তাঁর ভাই। সে সুযোগে ভাইয়ের স্ত্রীর সঙ্গে হরেকৃষ্ণর সম্পর্ক গড়ে উঠেছিল বলে দাবি। এ নিয়ে নাকি স্ত্রীর সঙ্গে বেশ কয়েক দিন ধরেই তাঁর অশান্তি হচ্ছিল। হরেকৃষ্ণর বিরুদ্ধে আগেও স্ত্রীকে খুনের চেষ্টার অভিযোগ উঠেছে বলে স্থানীয় বাসিন্দা সুদীপ চক্রবর্তীর দাবি। তিনি বলেন, ‘‘বছরখানেক আগেও এক বার মানসীকে খুনের চেষ্টা করেছিলেন তাঁর স্বামী। এলাকার লোকজন তা দেখে ফেলায় সে যাত্রায় রক্ষা পান মানসী।’’

Advertisement

মানসীর মাসি অষ্ট মণ্ডলের দাবি, গত তিন দিন ধরে স্বামী-স্ত্রীর মধ্যে গন্ডগোল চলছিল। তাঁর দাবি, ‘‘ভাইয়ের বৌয়ের সঙ্গে সম্পর্ক ছিল হরেকৃষ্ণর। তা নিয়ে ওঁদের সংসারে অশান্তি হত। আমাদের মেয়ে এমন কিছু দেখে ফেলেছিল, যার জন্য তাঁকে প্রাণে মেরে ফেলল।’’

রবিবার খুনের পর স্ত্রীকে পুড়িয়ে মারার অভিযোগও উঠেছে। মানসীর বৌদি মধুমিতা মণ্ডল বলেন, ‘‘আমরা খবর পেয়ে এসে দেখি, মানসীর দেহ পুড়ে ছাই হয়ে গিয়েছে। আমাকে ননদের ছেলে বলল, ‘মামি, মায়ের গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দিয়েছে বাবা।’ আমরা ওঁর শাস্তি চাই।’’

এই ঘটনায় অভিযুক্তদের শাস্তির দাবিতে বাড়ি ঘিরে রাখেন স্থানীয় বাসিন্দারা। ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত স্বামী-সহ ৩ জনকে আটক করে খানাকুল থানার পুলিশ। মানসীর দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। পাশাপাশি, এই ঘটনার তদন্ত শুরু হয়েছে। হুগলির পুলিশ সুপার (গ্রামীণ) আমনদীপ বলেন, ‘‘এই ঘটনায় অভিযুক্ত স্বামী, তাঁর ভাইয়ের স্ত্রী এবং তাঁর মা, এই ৩ জনকে আটক করা হয়েছে। তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন