BJP

শিলিগুড়ির সভা বাতিল করলেন রিজিজু, বারাসতে মিলল না মাঠ!

নাগরিক বিল নিয়ে চরম অশান্তি চলছে অরুণাচলপ্রদেশে। ব্যাপক ভাঙচুরও হয়েছে গত ৪৮ ঘণ্টায়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শিলিগুড়ি শেষ আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০১৯ ১৬:২২
Share:

কিরেণ রিজিজু।—ফাইল চিত্র।

অরুণাচলে অশান্তি মাথাচাড়া দিয়েছে। তার জেরে শিলিগুড়ি সফর বাতিল করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তথা বিজেপি নেতা কিরেণ রিজিজু। ফোনে রাজ্য বিজেপি নেতৃত্বকে তিনি জানান, অবিলম্বে অরুণাচল যেতে হচ্ছে তাঁকে। তাই শিলিগুড়ি পৌঁছনো নিশ্চিত নয়। এলেও দেরি হতে পারে। তাই তাঁকে বাদ দিয়েই যেন সভা করা হয়। তাঁর অনুপস্থিতিতে সভা সামলাবেন স্বপন দাশগুপ্ত।

Advertisement

ঠিক কী করাণে রিজিজু সভা বাতিল করলেন, বিজেপির তরফে তা নির্দিষ্ট করে জানানো হয়নি। তবে নাগরিক বিল নিয়ে চরম অশান্তি চলছে অরুণাচলপ্রদেশে। ব্যাপক ভাঙচুরও হয়েছে গত ৪৮ ঘণ্টায়। রাজ্যবাসীকে শান্ত করতে ইতিমধ্যেই একাধিক টুইট করেছেন রিজিজু। কথা বলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী খান্ডুর সঙ্গেও। সেই কারণেই তিনি সফর বাতিল করেছেন বলে জল্পনা রাজনৈতিক মহলে।

আসন্ন লোকসভা নির্বাচন উপলক্ষে এর আগে বাংলায় সভা করে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বিজেপি সভাপতি অমিত শাহ, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী স্মৃতি ইরানি। শনিবার দুদিনের বাংলা সফরে আসার কথা ছিল কিরেণ রিজিজুর। এ দিন শিলিগুড়িতে সভা সেরে রবিবার বারসত যাওয়ার কথা ছিল তাঁর। সেখানে দলীয় সমর্থকদের উদ্দেশে ভাষণ দেবেন বলে ঠিক ছিল। কিন্তু রাজ্য প্রশাসন মাঠে সভা করার অনুমতি দেয়নি। তার জেরে রিজিজুর বারসত সভাও বাতিল হয়েছে।

Advertisement

আরও পড়ুন: নজরদারি, ভুয়ো খবর আর গুজব ছড়ানোয় শীর্ষে ভারত, বলছে মাইক্রোসফটের রিপোর্ট​

আরও পড়ুন: কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদীদের বিরুদ্ধে অভিযান, উড়িয়ে নিয়ে যাওয়া হল ১০ হাজার সেনা​

সভা বাতিল হওয়ায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক সায়ন্তন বসু। তিনি বলেন, ‘‘আমরা বারবার বলছি যে, এ রাজ্যে গণতন্ত্র নেই। গণতান্ত্রিক পরিকাঠামো একেবারে ভেঙে পড়েছে। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীকে পর্যন্ত সভা করতে দেওয়া হল না। এতে আরও একবার আমাদের অভিযোগই সত্য প্রমাণিত হল।’’

এর আগে, যোগী আদিত্যনাথ, অমিত শাহ এবং শিবরাজ সিংহের সভার সময়ও মাঠ নিয়ে তৃণমূল সরকারের সঙ্গে ঝামেলা বেঁধেছিল রাজ্য বিজেপির। তবে তাঁরা প্রত্যেকেই সভা করে গিয়েছিলেন। রিজিজুর ক্ষেত্রে কিন্তু তা হল না। অনুমতি না পেয়ে সভা বাতিল করতে হল শেষ পর্যন্ত।

(মালদহ, দুই দিনাজপুর, কোচবিহার, আলিপুরদুয়ার, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং সহ উত্তরবঙ্গের খবর, পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা খবর পড়ুন আমাদের রাজ্য বিভাগে।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন