Kolkata International Drum Festival

‘কলকাতা ইন্টারন্যাশনাল ড্রাম ফেস্টিভ্যাল’-এর তালে নজরুল মঞ্চ সাক্ষী থাকল এক অনন্য সন্ধ্যার

‘ইভেন্টমাস’ এবং ‘মেক ক্যালকাটা রেলিভেন্ট এগেন’ একত্রে চমৎকার এই অনুষ্ঠানের আয়োজন করেছিলেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১১ মার্চ ২০২৫ ১২:২১
Share:

চিত্র: সংগৃহীত

ড্রামের ছন্দে কলকাতাবাসি অভিজ্ঞতা করল এক নজিরবিহীন অনুষ্ঠানের। ৯ মার্চ নজরুল মঞ্চে অনুষ্ঠিত হল ‘কলকাতা ইন্টারন্যাশনাল ড্রাম ফেস্টিভ্যাল’। কিংবদন্তি তবলাবাদক উস্তাদ জাকির হুসেনকে স্মরণ করতে এই দিন উপস্থিত ছিলেন বিশিষ্ট ড্রামার এবং পারকাশন শিল্পীরা। ‘ইভেন্টমাস’ এবং ‘মেক ক্যালকাটা রেলিভেন্ট এগেন’ একত্রে চমৎকার এই অনুষ্ঠানের আয়োজন করেছিলেন।

Advertisement

সকল শিল্পীরা কেক কেটে উস্তাদ জাকির হুসেন-এর জন্মবার্ষিকী উদ্‌যাপন করেন এবং এর পরেই অনুষ্ঠানটির সূচনা করা হয়। ‘মেক ক্যালকাটা রেলিভেন্ট এগেন’-এর কর্মকর্তা মেঘদূত রায় চৌধুরী বলেন, “এই অন্যরকম একটি অনুষ্ঠান আয়োজন করা সহজ নয়, কারণ আমরা মূলত বাদ্যযন্ত্রকেই গুরুত্ব দিতে চেয়েছিলাম। জাকির হুসেনকে শ্রদ্ধা জ্ঞাপনের মাধ্যমে এই অনুষ্ঠান আরও বিশেষ হয়ে উঠেছে।”

এই অনুষ্ঠানটি পরিচালনা করেছিলেন তবলাবাদক শুভেন চট্টোপাধ্যায় এবং সম্বিত সি। শুভেন চট্টোপাধ্যায় শুধু যে অনুষ্ঠান পরিচালনা করেছেন তাই নয়, তিনি তবলায় কার্মার সঙ্গে সেতারে সঙ্গতও দিয়েছেন।

Advertisement

এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিউ ইয়র্কের গসপেল ড্রামার শরিক টাকার। শুধু তাই নয় এই ড্রাম ফেস্টিভ্যালকে আরও বিশেষ করে তুলেছিলেন অনুপম রায়ের ব্যান্ডের ড্রামার সন্দীপন পারিয়াল এবং ফসিলের ড্রামার তন্ময় দাস। তবে এই অনুষ্ঠানের শো স্টপার ছিলেন শিবমণি। বিভিন্ন বাদ্যযন্ত্রের প্রতি তাঁর দক্ষতা উপহার দিয়েছিল এক অনন্য অনুভূতির। কান্জিরা তারপর ড্রামের ছন্দে তিনি মুগ্ধ করে তুলেছিলেন সকল দর্শককে।

ঢাকি গোকুল চন্দ্র দাস এবং তাঁর দল নজরুল মঞ্চকে ভরিয়ে তুলেছিলেন ঢাকের সুরেলা ছন্দে। বিভিন্ন রকম বাদ্যযন্ত্র যখন একসঙ্গে বেজে ওঠে তখন সৃষ্টি হয় এক অভিনব পরিবেশের। তারই নজির তৈরী করলেন সঞ্জয় মন্ডল এবং তাঁর ১৭ জন বাদকদের দল। নানারকম বাদ্যযন্ত্রের ঐক্যতানে দর্শকরা অভিজ্ঞতা করেছিলেন এক মনোমুগ্ধকর সন্ধ্যার।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement