Fraud Case

চাকরির নামে প্রতারণা, অভিযুক্ত খোদ পুলিশই

মামলাকারী যুবকের আইনজীবী অনিন্দ্যসুন্দর দাস জানান, তাঁর মক্কেলের বাড়ি বাঁকুড়ায়। অভিযুক্ত পুলিশকর্মী এবং তাঁর স্ত্রী মামলাকারী যুবকের পূর্বপরিচিত। অভিযোগ, সরকারি চাকরি পাইয়ে দেওয়ার নাম করে মামলাকারীর কাছ থেকে ১৩ লক্ষ ৫০ হাজার টাকা নিয়েছেন অভিযুক্ত পুলিশকর্মী।

সব্যসাচী ভট্টাচার্য

শেষ আপডেট: ১৮ মে ২০২৫ ০৯:১৬
Share:

—প্রতিনিধিত্বমূলক চিত্র।

সেচ দফতর ও প্রাথমিক স্কুলে চাকরি পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে এক যুবকের থেকে সাড়ে ১৩ লক্ষ টাকা প্রতারণা করার অভিযোগ উঠেছে কলকাতা পুলিশের এক কনস্টেবলের বিরুদ্ধে। এই ঘটনায় পুলিশ-প্রশাসনের দ্বারস্থ হয়ে সুরাহা মেলেনি বলেও অভিযোগ। শেষমেশ কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছেন প্রতারিত যুবক। মামলাও দায়ের হয়েছে। আদালত সূত্রের খবর, বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে মামলাটি উঠতে পারে।

মামলাকারী যুবকের আইনজীবী অনিন্দ্যসুন্দর দাস জানান, তাঁর মক্কেলের বাড়ি বাঁকুড়ায়। অভিযুক্ত পুলিশকর্মী এবং তাঁর স্ত্রী মামলাকারী যুবকের পূর্বপরিচিত। অভিযোগ, সরকারি চাকরি পাইয়ে দেওয়ার নাম করে মামলাকারীর কাছ থেকে ১৩ লক্ষ ৫০ হাজার টাকা নিয়েছেন অভিযুক্ত পুলিশকর্মী। ২০২১ ও ২০২২ সালে পাঁচ দফায় ওই টাকা নেওয়া হয়েছিল। চাকরি না পেলে টাকা ফেরতের প্রতিশ্রুতি দিয়েছিলেন অভিযুক্ত পুলিশকর্মী। আইনজীবীর দাবি, চাকরিও মেলেনি, টাকাও ফেরত পাননি তাঁর মক্কেল।

মামলাকারীর দাবি, তাঁকে সেচ দফতরের একটি ইন্টারভিউয়ের লিঙ্ক পাঠিয়েছিলেন অভিযুক্ত পুলিশকর্মী। সেটি ভুয়ো ছিল। প্রাথমিক শিক্ষক নিয়োগের একটি নথিও দেখানো হয়েছিল। সেটিও ভুয়ো ছিল বলে পরে তিনি জানতে পারেন। এ ব্যাপারে ওই যুবক অভিযুক্ত পুলিশকর্মীর সঙ্গে যোগাযোগ করেছিলেন। তিনি তখনও চাকরি দেওয়ার আশ্বাস দেন এবং চাকরি না হলে টাকা ফেরতের কথা বলেছিলেন। কিন্তু তারপর থেকে তিনি যোগাযোগ বিচ্ছিন্ন করে দেন। মামলাকারীর আইনজীবী জানান, প্রতারণার বিষয়টি নিয়ে বাঁকুড়ার যুবক কলকাতার নগরপাল, কলকাতার সিঁথি থানা, বাঁকুড়ার বিষ্ণুপুর থানায় লিখিত অভিযোগ জানিয়েছিলেন। কিন্তু সুরাহা পাননি। এর পরে তিনি হাই কোর্টের দ্বারস্থ হন। প্রসঙ্গত, চাকরি দুর্নীতি নিয়ে রাজ্য তোলপাড়। এর মধ্যে খোদ পুলিশকর্মীর বিরুদ্ধে এই মামলাকে ‘তাৎপর্যপূর্ণ’ বলে মনে করা হচ্ছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন