Civic Volunteer Dead

নবান্নের সামনে টোটোর ধাক্কায় মৃত্যু কলকাতা পুলিশের মহিলা সিভিক ভলান্টিয়ারের! গ্রেফতার চালক-সহ পাঁচ যুবক

নবান্নের সামনে টোটোর ধাক্কায় মৃত্যু এক মহিলা সিভিক ভলেন্টিয়ারের। মৃতার নাম নূপুর চট্টোপাধ্যায় (৫২)। তিনি কলকাতা পুলিশের সিভিক ভলেন্টিয়ার ছিলেন।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৭ জুন ২০২৫ ১৮:৩৬
Share:

—প্রতীকী চিত্র।

নবান্নের সামনে টোটোর ধাক্কায় মৃত্যু এক মহিলা সিভিক ভলেন্টিয়ারের। মৃতার নাম নূপুর চট্টোপাধ্যায় (৫২)। তিনি কলকাতা পুলিশের সিভিক ভলেন্টিয়ার ছিলেন। শনিবার দুপুর ২টো নাগাদ নবান্নের গা ঘেঁষা উপান্ন হলের কাছে। এই ঘটনায় ইতিমধ্যে টোটোচালককে গ্রেফতার করা হয়েছে। তাঁর সঙ্গে গ্রেফতার হয়েছেন আরও চার যুবক।

Advertisement

ঘটনাস্থলে পৌঁছেছেন হাওড়া সিটি পুলিশ কমিশনার প্রবীণকুমার ত্রিপাঠী। তিনি বলেন, ‘‘অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা। চালককে গ্রেফতার করা হয়েছে। আইনি পদক্ষেপ করা হচ্ছে।’’

স্থানীয় সূত্রে খবর, উপান্ন হলের সামনের রাস্তা দিয়ে যাচ্ছিলেন নূপুর। সেই সময়ে একটি বেপরোয়া টোটো তাঁকে পিছন দিক থেকে ধাক্কা মারে। টোটোর ধাক্কায় ছিটকে পড়েন নূপুর। মাথায় চোট লাগে তাঁর। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা।

Advertisement

খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় শিবপুর থানার পুলিশ। গ্রেফতার করা হয় টোটোচালক ও তাঁর সঙ্গীদের। টোটোটিও আটক করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, নূপুরের বাড়ি ডোমজুড়ে। খবর পেয়েই হাসপাতালে পৌঁছন তাঁর স্বামী। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement