কলেজ স্ট্রিটে মন্দিরের ছাদ ভেঙে জখম ১

মন্দিরের ছাদের একাংশ ভেঙে পড়ে আহত হলেন এক ব্যক্তি। পুলিশ জানিয়েছে, মঙ্গলবার সকাল পৌনে এগারোটা নাগাদ আমহার্স্ট স্ট্রিট থানা এলাকার কলেজ স্ট্রিটের শীতলা মন্দিরের ছাদের অংশ ভেঙে পড়ে। আহত ব্যক্তির নাম জাফরউদ্দিন। তিনি হলদিয়ার নন্দকুমারের বাসিন্দা। মন্দিরের লাগোয়া এক দোকানের মালিক দীপক শর্মা জানান, সকালে তিনি হঠাৎ কিছু ভেঙে পড়ার শব্দ পান।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০১৪ ০২:১০
Share:

সরানো হচ্ছে ছাদের ভাঙা অংশ। মঙ্গলবার। নিজস্ব চিত্র

মন্দিরের ছাদের একাংশ ভেঙে পড়ে আহত হলেন এক ব্যক্তি। পুলিশ জানিয়েছে, মঙ্গলবার সকাল পৌনে এগারোটা নাগাদ আমহার্স্ট স্ট্রিট থানা এলাকার কলেজ স্ট্রিটের শীতলা মন্দিরের ছাদের অংশ ভেঙে পড়ে। আহত ব্যক্তির নাম জাফরউদ্দিন। তিনি হলদিয়ার নন্দকুমারের বাসিন্দা।

Advertisement

মন্দিরের লাগোয়া এক দোকানের মালিক দীপক শর্মা জানান, সকালে তিনি হঠাৎ কিছু ভেঙে পড়ার শব্দ পান। বেরিয়ে দেখেন, পাশে মন্দিরের ছাদের একাংশ ভেঙে পড়েছে। মুহূর্তে এলাকার লোকজন সেখানে জড়ো হয়ে যান। দেখা যায়, ভগ্নস্তুপে চাপা পড়েছেন এক ব্যক্তি। তাঁর কোমরের নীচের অংশ থেকে পা পর্যন্ত আটকে রয়েছে সেখানে। স্থানীয়েরাই তাঁকে কোনও রকমে টেনে-হিঁচড়ে বার করেন। খবর দেওয়া হয় থানায়। পুলিশ এসে জাফরউদ্দিন নামে ওই ব্যক্তিকে মেডিক্যালে কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে প্রাথমিক চিকিৎসার পরে ছেড়ে দেওয়া হয় তাঁকে। তাঁর হাতে আঘাত লেগেছে বলে জানিয়েছে পুলিশ।

এ দিন ঘটনার পরেই পুলিশের উচ্চপদস্থ কর্তারা যান। কলকাতা পুলিশের বিপর্যয় মোকাবিলা কর্মীদের দিয়ে দ্রুত ভাঙা অংশগুলি সরানোর কাজ শুরু হয়। তবে ব্যস্ত সময়ে ওই ঘটনার জেরে কিছুক্ষণ যানজট হয়। দুপুর একটা নাগাদ পরিস্থিতি স্বাভাবিক হয়।

Advertisement

মন্দিরের রক্ষণাবেক্ষণের ভারপ্রাপ্ত পরিবারের সদস্য দেবাঞ্জন মুখোপাধ্যায় জানান, দু’শো বছরের বেশি পুরনো ওই মন্দির। সেখানে একটি ঘরে থাকে বিগ্রহ। বাইরে ভক্তদের বসার বারান্দা। তারই ছাদ ভেঙেছে। স্থানীয়দের দাবি, কয়েক দিন ধরে মন্দিরের ছাদ মেরামতির কাজ চলছিল। মঙ্গলবার সকালে পুজোর পরে সকলে চলে গেলে বারান্দার ওই অংশের মেরামতি হচ্ছিল। তখনই ওই ঘটনা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন