এসআরএফটিআই

‘র‌্যাগিং’, সাসপেন্ড ১১ ছাত্র

র‌্যাগিংয়ের অভিযোগে ১১ পড়ুয়াকে সাসপেন্ড করল সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট (এসআরএফটিআই)।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২২ সেপ্টেম্বর ২০১৬ ০০:০২
Share:

র‌্যাগিংয়ের অভিযোগে ১১ পড়ুয়াকে সাসপেন্ড করল সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট (এসআরএফটিআই)। গত সোমবার সেখানকার প্রথম বর্ষের পঞ্চাশ জন ডিন পঙ্কজ শীলের কাছে লিখিত অভিযোগ জানান। অভিযো, দ্বিতীয় ও তৃতীয় বর্ষের পড়ুয়ারা নিয়মিত তাঁদের র‌্যাগিং করছেন। তদন্ত চালিয়ে মঙ্গলবার অভিযুক্ত ১১ জনকে সাসপেন্ডের সিদ্ধান্ত নেন কর্তৃপক্ষ। ১১ জনের মধ্যে ৯ জনই ভিন্‌ রাজ্যের বাসিন্দা।

Advertisement

এসআরএফটিআই সূত্রে খবর, ২৯ অগস্ট ক্লাস শুরু হয় প্রথমবর্ষের পড়ুয়াদের। তার পর থেকেই হস্টেলের বেশ কিছু সিনিয়র তাঁদের উপর র‌্যাগিং চালাতে থাকেন বলে অভিযোগ। অভিযোগকারীরা জানান, জোর করে টাকা আদায়, তাঁদের দিয়ে মদ কেনানো, মুখে থুথু ছেটানো— দীর্ঘদিন ধরে চলছিল এ সব। শুধু তা-ই নয়, কর্তৃপক্ষকে জানালে তাঁদের দেখে নেওয়ার হুমকিও দেন দ্বিতীয় ও তৃতীয় বর্ষের ওই পড়ুয়ারা।

এসআরএফটিআই কর্তৃপক্ষ জানিয়েছেন, অভিযোগ পেয়েই তদন্ত করে ওই ১১ জন পড়ুয়াকে হস্টেল থেকে সাসপেন্ডের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ছাড়া, নতুন করে নোটিশ জারি না হওয়া পর্যন্ত ওই পড়ুয়ারা ক্লাস করতে পারবেন না বলেও জানানো হয়েছে। এর পরেও যদি অভিযুক্তদের কেউ হস্টেলে থাকেন বা ক্লাস করতে যান, তবে তাঁদের বহিষ্কার করা হবে বলেও জানিয়েছেন কর্তৃপক্ষ। প্রতিষ্ঠানের অধিকর্তা অমরেশ চক্রবর্তী জানান, পরবর্তী তদন্তের জন্য নতুন করে একটি কমিটি গঠন করা হয়েছে। তিনি বলেন, ‘‘সমস্ত অভিযোগ খতিয়ে দেখে ২৬ সেপ্টেম্বরের মধ্যে কমিটিকে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement