প্রতিবাদ করে ‘প্রহৃত’ যুবক, ধৃত ২

সরু গলির মধ্যে তীব্র গতিতে কয়েক বার মোটরবাইক চালিয়ে যেতে দেখে পড়শি যুবককে ‘ধমক’ দিয়েছিলেন টিটাগড়ের ১৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বিবেক সিংহ। সেটা ভাল ভাবে নেননি ওই যুবক বাবলু সাউ। তা নিয়ে দু’জনের মধ্যে শুরু হয় বচসা ও গালিগালাজ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২১ অগস্ট ২০১৬ ২৩:৪৫
Share:

সরু গলির মধ্যে তীব্র গতিতে কয়েক বার মোটরবাইক চালিয়ে যেতে দেখে পড়শি যুবককে ‘ধমক’ দিয়েছিলেন টিটাগড়ের ১৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বিবেক সিংহ। সেটা ভাল ভাবে নেননি ওই যুবক বাবলু সাউ। তা নিয়ে দু’জনের মধ্যে শুরু হয় বচসা ও গালিগালাজ। অভিযোগ, বিবেককে দেখে নেওয়ার হুমকি দিয়ে তখনকার মতো চলে গেলেও কিছুক্ষণ পরেই চার সঙ্গীকে নিয়ে ফিরে আসেন বাবলু। বিবেক তখন স্থানীয় কাউন্সিলরের বাড়ি গিয়েছিলেন। সেখানেই তাঁর উপরে চড়াও হয়ে মারধরের অভিযোগ উঠল বাবলু ও তাঁর দুই সঙ্গী বিকাশ সিংহ ও বিষ্ণু পাণ্ডের বিরুদ্ধে। শনিবারের ওই ঘটনায় পুলিশ বাবলু ও বিষ্ণুকে গ্রেফতার করেছে। আটক হয়েছে মোটরবাইকটি। বাবলুর পরিবারের তরফেও বিবেকের বিরুদ্ধে পাল্টা মারধরের অভিযোগ দায়ের করা হয়েছে।

Advertisement

বিবেকের অভিযোগ, বাবলু ও তার দলবল আগ্নেয়াস্ত্র নিয়ে তাঁকে তাড়া করে কাউন্সিলরের ঘরের সামনেই মাটিতে ফেলে মারধর করে এবং আগ্নেয়াস্ত্রের বাট দিয়ে মাথায় আঘাত করে। যদিও পুলিশ জানিয়েছে, ধৃতদের কাছে আগ্নেয়াস্ত্র পাওয়া যায়নি। পুলিশ সূত্রে খবর, বাবলুর বিরুদ্ধে এর আগে মত্ত অবস্থায় মহিলাদের সঙ্গে দুর্ব্যবহার থেকে শুরু করে বিভিন্ন অপরাধমূলক কাজের মৌখিক অভিযোগ ছিল। কিছু দিন আগেও বিবেকের সঙ্গে তাঁর বচসা হয়। পুলিশের অনুমান, শনিবার রাতের ঘটনা তারই জের। এই ঘটনা প্রসঙ্গে টিটাগড় পুরসভার চেয়ারম্যান, তৃণমূলের প্রশান্ত চৌধুরী বলেন, ‘‘পুলিশকে ব্যবস্থা নিতে বলেছি।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন