আইসক্রিম কিনে টাকা না দিয়েই চম্পট দুই ক্রেতার

বেছে বেছে পছন্দ মতো ২,৪৩০ টাকার আইসক্রিম কিনে অনলাইনে টাকা মেটানোর নাম করে চম্পট দিলেন দুই ক্রেতা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৩ ডিসেম্বর ২০১৮ ০২:১০
Share:

পদ্মপুকুর রোডের দোকানে আইসক্রিম কিনতে আসেন দু’জন। প্রতীকী ছবি।

চকলেট, ভ্যানিলা এবং ব্ল্যাক ফরেস্ট!

Advertisement

বেছে বেছে পছন্দ মতো ২,৪৩০ টাকার আইসক্রিম কিনে অনলাইনে টাকা মেটানোর নাম করে চম্পট দিলেন দুই ক্রেতা। রবিবার দুপুরের ওই ঘটনায় মঙ্গলবার বালিগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন আইসক্রিম বিক্রেতা। এই ঘটনায় বুধবার রাত পর্যন্ত পুলিশ অবশ্য কাউকে গ্রেফতার করতে পারেনি। থানার তদন্তকারী আধিকারিকেরা জানাচ্ছেন, আইসক্রিমের দোকানের সামনের রাস্তার সিসি ক্যামেরার ফুটেজ দেখে অভিযুক্তদের চিহ্নিত করার চেষ্টা চলছে। তাঁদের দ্রুত পাকড়াও করা হবে।

পুলিশ সূত্রে খবর, অভিযোগকারিণী ইন্দ্রাণী দাস জানিয়েছেন, রবিবার বেলা সাড়ে ১২টা নাগাদ পদ্মপুকুর রোডে তাঁদের দোকানে আইসক্রিম কিনতে আসেন দু’জন। পছন্দ মতো চকলেট, ভ্যানিলা এবং ব্ল্যাক ফরেস্টের কয়েকটি ‘ডাব্বা’ কিনে টাকার জন্য দরাদরি শুরু করেন তাঁরা। সে সময়ে দোকানে অন্য ক্রেতারা চলে এলে তাঁদের আইসক্রিম দিতে ব্যস্ত হয়ে পড়েন ইন্দ্রাণী। সেই সুযোগে অনলাইন অ্যাপের মাধ্যমে টাকা মেটানোর কথা জানিয়ে চলে যান ওই ক্রেতারা।

Advertisement

ইন্দ্রাণী বলেন, ‘‘আমি দোকানে বেশি থাকি না। বাবা থাকেন। সে দিন অনেক ক্রেতা এসে যাওয়ায় তাঁদের নিয়ে ব্যস্ত হয়ে পড়ি। সেই সুযোগেই আইসক্রিম নিয়ে পালান ওই দু’জন।’’ দোকানের সামনের রাস্তার সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে তদন্তকারীরা দেখেছেন, ওই সময়ে দোকান থেকে বেরিয়ে আইসক্রিমের প্যাকেট হাতে স্কুটিতে চড়ে চলে যাচ্ছেন দুই যুবক। এক পুলিশ আধিকারিক বলেন, ‘‘অভিযুক্তদের মুখ চিহ্নিত করা গিয়েছে। অভিযোগকারিণীও তাঁদের চিনতে পেরেছেন। আশপাশের পুলিশকে ওঁদের ছবি পাঠানো হয়েছে। তবে স্কুটির নম্বর বোঝা যায়নি।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement