নিয়ম ভেঙে অভিযুক্ত ৪০

নিয়মভঙ্গকারী প্রায় ১০০০ জনের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করা হয়েছিল। পুলিশের বারবার অভিযান সত্ত্বেও চালকদের একাংশের হুঁশ ফিরছে না বলেই অভিযোগ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০১৯ ০২:৪৬
Share:

পুলিশের নাকা তল্লাশি। — ফাইল চিত্র

রাত বাড়লেই বেপরোয়া ভাবে কিংবা মত্ত অবস্থায় গাড়ি চালানোর অভিযোগ পাচ্ছিল পুলিশ। সম্প্রতি বিধাননগরের পাঁচ নম্বর সেক্টর এলাকায় বিশেষ অভিযান চালায় পুলিশ। ৪০ জনের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করা হয়েছে বলে পুলিশ সূত্রের খবর।

Advertisement

এর আগে গোটা বিধাননগর কমিশনারেট এলাকার বিভিন্ন থানা জুড়েই এমন অভিযান চালিয়েছিল পুলিশ। নিয়মভঙ্গকারী প্রায় ১০০০ জনের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করা হয়েছিল। পুলিশের বারবার অভিযান সত্ত্বেও চালকদের একাংশের হুঁশ ফিরছে না বলেই অভিযোগ।

১২ সেপ্টেম্বর ফের সল্টলেকের তিন ও চার নম্বর সেক্টরের বিভিন্ন রাস্তায় নাকা তল্লাশি চালায় পুলিশ। সূত্রের খবর, ১৭ জনের বিরুদ্ধে ট্র্যাফিক আইন ভঙ্গের অভিযোগে, ৪ জনের বিরুদ্ধে মত্ত অবস্থায় গাড়ি চালানোর অভিযোগে আইনি পদক্ষেপ করা হয়েছে। পাশাপাশি এলাকায় তল্লাশি চালিয়ে একটি জুয়ার আসরেও হানা দিয়ে টাকা উদ্ধার করে পুলিশ। এক পুলিশকর্তা জানান, মাঝেমধ্যেই অভিযান চলবে। সঙ্গে নিয়মিত মানুষকে সচেতন করার কাজও করা হবে।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন