Bus Accident

রেষারেষির জেরে উল্টে গেল বাস, গুরুতর জখম ৫

সোমবার রাত ৮টা নাগাদ ঘটনাটি ঘটে। পুলিশ জানিয়েছে, ওই বাসে কমপক্ষে ৩০ জন যাত্রী ছিলেন। তাঁদের আপত্তি সত্ত্বেও রেষারেষি থামাননি বাসচালক। আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় বাসটি।

Advertisement

নিজেস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৮ জুন ২০১৮ ২২:৩১
Share:

উল্টোডাঙা ব্রিজের কাছে বাঁক নিতে গিয়ে উল্টে যায় ৪৪ নম্বর রুটের এই বাসটি। নিজস্ব চিত্র।

যাত্রী তোলার জন্য অনেকক্ষণ ধরেই অন্য একটি বেসরকারি বাসের সঙ্গে রেষারেষি করছিল ৪৪ নম্বর রুটের একটি বাস। শেষমেশ উল্টোডাঙা ব্রিজের কাছে বাঁক নিতে গিয়ে উল্টে যায় বাসটি। এই ঘটনায় আহত বেশ কয়েক জন যাত্রী। তাঁদের মধ্যে পাঁচ জন গুরুতর জখম হয়েছেন বলে পুলিশ সূত্রে খবর।

Advertisement

সোমবার রাত ৮টা নাগাদ ঘটনাটি ঘটে। পুলিশ জানিয়েছে, ওই বাসে কমপক্ষে ৩০ জন যাত্রী ছিলেন। তাঁদের আপত্তি সত্ত্বেও রেষারেষি থামাননি বাসচালক। আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় বাসটি। স্থানীয়রাই পুলিশকে খবর দেন।

দেখুন ভিডিয়ো:

Advertisement

ঘটনাস্থলে পৌঁছয় ট্রাফিক পুলিশ। স্থানীয়দের সহযোগিতায় বাস থেকে যাত্রীদের কোনও রকমে উদ্ধার করা হয়। আহতদের দ্রুত নিয়ে যাওয়া হয় হাসপাতালে।

আরও পড়ুন:

ট্যাক্সি ‘না’ করলেই ফোন করা যাবে এই নম্বরে

কৃত্রিম পা নিয়েই কাজে সার্জেন্ট

এই ঘটনার জেরে ইএম বাইপাস এবং লেকটাউনে দীর্ঘক্ষণ যানজট হয়। চরম ভোগান্তির শিকার হন যাত্রীরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement