অস্ত্র-সহ চার দুষ্কৃতী ধরা পড়ল। বুধবার, সুকান্তনগরে। ধৃতদের নাম কালাম মণ্ডল, হানিফ মণ্ডল, ইদ্রিশ মোল্লা ও সাহাজুল মণ্ডল। রাতে টহলদারির সময়ে এক জনকে দেখে সন্দেহ হয় পুলিশের। এর পরেই তাদের ধরা হয়। মিলেছে একটি দেশি বন্দুক, এক রাউন্ড গুলি, লোহার রড ও ভোজালি। পুলিশের অনুমান, ডাকাতি করতেই জড়ো হয়েছিল ধৃতেরা। পুলিশ আরও জানায়, আগে বহু অপরাধের সঙ্গে তারা জড়িত ছিল। ওই রাতেই বেলভেডিয়ার রোড থেকে মহম্মদ আসফাক নামে আরও এক দুষ্কৃতী ধরা পড়ে। মিলেছে একটি দেশি বন্দুক ও দু’রাউন্ড কার্তুজ।